প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ত্রিনিদাদ ও টোবাগো সফরে প্রধানমন্ত্রী পোর্ট অফ স্পেনে পৌঁছেছেন

प्रविष्टि तिथि: 04 JUL 2025 4:14AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ জুলাই, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগো সফরে আজ পোর্ট অফ স্পেনে পৌঁছেছেন। ১৯৯৯ সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই দেশ সফর করছেন। পোর্ট অফ স্পেনের বিমানবন্দরে পৌঁছানোর পর দুই দেশের নিবিড় সম্পর্কের প্রতীক হিসেবে এক বিশেষ আঙ্গিকে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ বিসেসার এবং তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে।

হোটেলে পৌঁছানোর পর সেদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেদেশের বেশ কয়েকজন মন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন।

 


SC/SS/SKD


(रिलीज़ आईडी: 2142126) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam