প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ত্রিনিদাদ ও টোবাগো সফরে পোর্ট অফ স্পেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Posted On: 04 JUL 2025 4:14AM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রে সরকারি সফরে আজ পোর্ট অব স্পেনে পৌঁছেছেন। ১৯৯৯ সালের পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রিনিদাদ ও টোবাগোতে এটি'ই হল প্রথম দ্বিপাক্ষিক সফর। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে পোর্ট অফ স্পেনের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্বাগত জানান ত্রিনিদাদ ও টোবাগো'র প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার, তার মন্ত্রিসভার সদস্যগণ ও অন্যান্য বিশিষ্টজনেরা ।প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয় এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।

হোটেলে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী শ্রী মোদী ঐ দেশের কয়েকজন কেবিনেট মন্ত্রীর উপস্থিতিতে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।

*****

KMD/PS


(Release ID: 2142165)
Read this release in: English