প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ত্রিনিদাদ ও ট্যোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসার আয়োজিত ঐতিহ্যশালী নৈশভোজে প্রধানমন্ত্রীর যোগদান

Posted On: 04 JUL 2025 9:45AM by PIB Kolkata

নতুনদিল্লি, ৪ জুলাই, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ত্রিনিদাদ ও ট্যোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসার আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজে যোগদান করেছেন। এই নৈশভোজে প্রধানমন্ত্রীকে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা হয়। ত্রিনিদাদ ও ট্যোবাগোর যে সব নাগরিক ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের কাছে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা বিশেষ তাৎপর্যপূর্ণ।  
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 
“ত্রিনিদাদ ও ট্যোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসার আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা হয়েছে। ত্রিনিদাদ ও ট্যোবাগোর যে সব নাগরিক ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের কাছে সোহারি পাতায় খাদ্য পরিবেশন করা বিশেষ তাৎপর্যপূর্ণ।  উৎসব সহ অন্যান্য বিশেষ অনুষ্ঠানে এইভাবে খাদ্য পরিবেশন করা হয়। 

 

SC/CB


(Release ID: 2142124)