প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ত্রিনিদাদ ও টোবাগো'র প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 04 JUL 2025 9:45AM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২৫ : ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নৈশভোজে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে সোহরি পাতায় খাবার পরিবেশন করা হয়, যা ত্রিনিদাদ ও টোবাগোর জনগণের কাছে, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূতদের কাছে অত্যন্ত সাংস্কৃতিক গুরুত্ব বহন করে।

এক্স- পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন,

"প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার আয়োজিত নৈশভোজে সোহরি পাতায় খাবার পরিবেশন করা হয়েছিল, যা ত্রিনিদাদ ও টোবাগোর মানুষের কাছে, বিশেষত ভারতীয় বংশোদ্ভূতদের কাছে অত্যন্ত সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ। এখানে, উৎসব এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানের সময় প্রায়শই এই পাতায় খাবার পরিবেশন করা হয়।"

The dinner hosted by Prime Minister Kamla Persad-Bissessar had food served on a Sohari leaf, which is of great cultural significance to the people of Trinidad & Tobago, especially those with Indian roots. Here, food is often served on this leaf during festivals and other special… pic.twitter.com/KX74HL44qi

— Narendra Modi (@narendramodi) July 4, 2025

*****

KMD/PS


(Release ID: 2142137)
Read this release in: English