রেলমন্ত্রক
১ জুলাই ২০২৫ থেকে যাত্রী ভাড়ার পুনর্বিন্যাস করল রেল
Posted On:
30 JUN 2025 6:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫
ভাড়া কাঠামোকে সুবিন্যস্ত এবং যাত্রী পরিষেবার আর্থিক সুস্থিতি বৃদ্ধির লক্ষ্যে রেল মন্ত্রক ১ জুলাই ২০২৫ থেকে যাত্রী ভাড়ার পুনর্বিন্যাস ঘটিয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশন (আইআরসিএ)-এর জারি করা সাম্প্রতিক যাত্রী ভাড়া তালিকার ওপর ভিত্তি করে সংশোধিত ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন যাত্রীভাড়ার মূল বিষয়গুলি (১ জুলাই ২০২৫ থেকে কার্যকর):
লোকাল ট্রেনের যাত্রীভাড়া ও সিজন টিকিটে কোনও পরিবর্তন করা হয়নি (লোকাল ও দূরপাল্লার রুট উভয় ক্ষেত্রেই)।
নন-এসি সাধারণ শ্রেণীর ক্ষেত্রে (লোকাল ট্রেন ছাড়া):
দ্বিতীয় শ্রেণী : প্রতি কিলোমিটারে আধ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে।
৫০০ কিলোমিটার পর্যন্ত কোনও ভাড়া বৃদ্ধি হয়নি
৫০১-১৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া ৫ টাকা বেড়েছে
১৫০১-২৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া ১০ টাকা বেড়েছে
২৫০১-৩০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া ১৫ টাকা বেড়েছে
স্লিপার শ্রেণী : প্রতি কিলোমিটারে আধ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
প্রথম শ্রেণী : প্রতি কিলোমিটারে আধ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
মেল/এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে (নন-এসি):
দ্বিতীয় শ্রেণী : প্রতি কিলোমিটারে এক পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
স্লিপার শ্রেণী : প্রতি কিলোমিটারে এক পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
প্রথম শ্রেণী : প্রতি কিলোমিটারে এক পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
এসি-র ক্ষেত্রে (মেল/এক্সপ্রেস ট্রেন):
এসি চেয়ারকার, এসি থ্রি টিয়ার/ থ্রি ইকোনমি, এসি টু টিয়ার এবং এসি ফার্স্ট/এক্সিকিউটিভ ক্লাস/এক্সিকিউটিভ অনুভূতি : প্রতি কিলোমিটার ২ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
রাজধানী, শতাব্দী, দূরন্ত, বন্দে ভারত, তেজস, হামসফর, অমৃত ভারত, মহামানা, গতিমান, অন্ত্যোদয়, জনশতাব্দী, যুবা এক্সপ্রেস, এসি ভিস্তাডোম কোচ, অনুভূতি কোচের মতো প্রথম সারি ও বিশেষ ট্রেন এবং দূরপাল্লার সাধারণ ট্রেন পরিষেবার ক্ষেত্রে পুনর্বিন্যস্ত ভাড়া কাঠামো অনুযায়ী ভাড়া স্থির করা হয়েছে।
আনুষঙ্গিক খরচের কোনও পরিবর্তন হয়নি :
রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ ও অন্যান্য চার্জ অপরিবর্তিত।
বিধি অনুযায়ী জিএসটি ধার্য করা হবে।
বর্তমান বিধি অনুযায়ী রাউন্ডিং অফ-এর নীতি বলবৎ হবে।
বাস্তবায়ন
১.৭.২০২৫ বা তার পরে কেনা টিকিটের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে। এই তারিখের আগে কেনা টিকিট বৈধ থাকবে এবং এজন্য কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না। যাত্রী সংরক্ষণ ব্যবস্থা, অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা এবং কাউন্টার থেকে কাটা টিকিটের ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর করা হচ্ছে।
সংশোধিত ভাড়া যাতে মসৃণভাবে বাস্তবায়িত হয় তা সুনিশ্চিত করতে রেল মন্ত্রক সব আঞ্চলিক রেলকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে। সব স্টেশনে সংশোধিত ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশোধিত যাত্রী ভাড়ার তালিকা দেখতে এখানে ক্লিক করুন
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025630579301.pdf
SC/SD/NS
(Release ID: 2141179)
Read this release in:
Bengali-TR
,
Tamil
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam