অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
কিছু বিমানবন্দরে উড়ান পরিবহন সাময়িকভাবে বন্ধ করা হল
प्रविष्टि तिथि:
10 MAY 2025 12:47AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মে, ২০২৫
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে উড়ান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে। ৯ মে থেকে ১৫ মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত পরিচালনগত কারণে এই উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
এই বিমান বন্দরগুলির হল:
১. আধমপুর
২. আম্বালা,
৩. অমৃতসর
৪. অবন্তীপুর,
৫. ভাতিন্ডা,
৬. ভুজ,
৭. বিকানীর,
৮. চণ্ডীগড়,
৯. হালওয়াড়া,
১০. হিন্ডন,
১১. জয়সলমীর, ১২.জম্মু,
১৩. জামনগর,
১৪. যোধপুর,
১৫. কান্ডলা,
১৬. কাঙড়া (গগ্গল),
১৭. কেশোদ,
১৮. কিষাণগড়,
১৯. কুলু মানালি (ভুন্টার),
২০. লে,
২১. লুধিয়ানা,
22. ২২. মুন্দ্রা,
২৩. নালিয়া,
২৪. পাঠানকোট,
২৫. পাতিয়ালা,
২৬. পোরবন্দর,
২৭. রাজকোট (হিরাসর),
২৮. সরসওয়া,
২৯. শিমলা,
৩০. শ্রীনগর,
৩১. থইস,
৩২. উত্তরলাই।
এই বিমানবন্দরগুলিতে সব ধরনের বিমান চলাচল ওই সময়ের জন্য বন্ধ থাকবে।
বিমান পরিবহন সংস্থাগুলিকে এ ব্যাপারে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে।
SC/MP/NS…
(रिलीज़ आईडी: 2128099)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam