অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
azadi ka amrit mahotsav

নির্বাচিত কিছু বিমানবন্দর এবং বিমানপথের উপর দিয়ে অসামরিক বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত

Posted On: 10 MAY 2025 12:47PM by PIB Agartala


নয়াদিল্লী, ১০ মে ২০২৫, পিআইবি।। ৯ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে সকল অসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) এবং সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষে'র তরফে এই মর্মে জারি করা একাধিক নোটিস তথা এয়ারম্যান (নোটাম) জারী করা হয়েছে, যা ১৫ মে ২০২৫-এ ০৫২৯ আইএসটি-র সাথে তুলনাযোগ্য। নিম্নলিখিত বিমানবন্দরগুলি এই নোটামের দ্বারা প্রভাবিত হয়েছে:
এগুলো হলো - ১. অধমপুর,
২. আম্বালা, ৩.অমৃতসর, ৪. অবন্তিপুর, ৫. বাথিন্ডা, ৬. ভূজ, ৭. বিকানির, ৮. চণ্ডীগড়, ৯. হালওয়াড়া, ১০. হিন্দন, ১১. জয়সলমির, ১২. জম্মু, ১৩. জামনগর, ১৪. যোধপুর, ১৫. কাণ্ডলা, ১৬. কঙ্গরা (গাগল), ১৭. কেশোদ, ১৮. কিশনগড়, ১৯. কুল্লু মানালি (ভূন্তর), ২০. লেহ, ২১. লুধিয়ানা, ২২. মুণ্ডরা, ২৩. নালিয়া, ২৪.পাঠানকোট ২৫. পাটিয়ালা, ২৬. পোরবন্দর, ২৭. রাজকোট (হিরাসার), ২৮. শরশওয়া, ২৯. শিমলা, ৩০. শ্রীনগর, ৩১. থয়িস, ৩২. উত্তরলা।
এই সময়ের মধ্যে সমস্ত অসামরিক বিমান চলাচল এই বিমানবন্দরগুলিতে স্থগিত থাকবে।

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) পরিচালনগত সমস্যার কারণে দিল্লি ও মুম্বাই অঞ্চলের ২৫টি এয়ার ট্রাফিক সার্ভিস (এ টি এস ) রুটের অস্থায়ী বন্ধের সময়সীমা আরও বাড়িয়েছে।

নোটাম ০৫৫৫/২৫ অনুসারে (যা জি ০৫২৫/২৫ এর পরিবর্তন করেছে), ২৫টি রুট সেগমেন্ট ১৪ই মে ২০২৫-এর ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত অনুপলব্ধ থাকবে (যা ১৫ই মে ২০২৫-এর ০৫:২৯ আইএসটি -এর সাথে সম্পর্কিত)।

এয়ারলাইন এবং ফ্লাইট অপারেটরদের বর্তমান বিমান ট্রাফিক পরামর্শ অনুযায়ী বিকল্প পথ বাছাই করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অস্থায়ী বন্ধের ব্যবস্থা সংশ্লিষ্ট এটিসি ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং পরিচালনগত বিঘ্ন কমানো যায়।


***
 

KMD/DM


(Release ID: 2128105)
Read this release in: English