প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গোয়ার শিরগাওয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Posted On: 03 MAY 2025 9:12AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ মে ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ার শিরগাওয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। 

এক্স পোস্টে পিএমও ইন্ডিয়া হ্যান্ডলে বলা হয়েছে :

"গোয়ার শিরগাওয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে স্থানীয় প্রশাসন :  পিএম @narendramodi"


SC/PM/AS


(Release ID: 2126514) Visitor Counter : 7