তথ্যওসম্প্রচারমন্ত্রক
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান ওয়েভস ২০২৫ – এ ইন্ডিয়াস লাইভ ইভেন্টস্ ইকোনমি: একটি কৌশলগত অপরিহার্য উন্নয়ন বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন
Posted On:
01 MAY 2025 1:27PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই, ০১ মে, ২০২৫
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী এল মুরুগান ‘ইন্ডিয়াস লাইভ ইভেন্টস ইকনোমি: একটি কৌশলগত অপরিহার্য উন্নয়ন বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা এটি হবে এ ধরনের প্রথম শ্বেতপত্র।
৩ মে, ২০২৫ তারিখে মুম্বাইতে আয়োজিত ওয়েভস শীর্ষ সম্মেলনে এই শ্বেতপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এই শ্বেতপত্রে ভারতের দ্রুত উন্নয়নশীল সরাসরি বিনোদন শিল্পের একটি বিস্তৃত বিশ্লেষণ থাকছে। এতে বিভিন্ন কৌশলগত সুপারিশ রয়েছে।
২০২৪-২৫ সময়কালে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা হয়েছে। আহমেদাবাদ ও মুম্বাইয়ে কোল্ড প্লে’র মতো আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এ ধরনের অনুষ্ঠান বিশ্বব্যাপী যে কোনও ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারতের প্রস্তুতির বিষয়টি তুলে ধরে।
ইভেন্ট ট্যুরিজমের ক্রমাগত উন্নয়ন হচ্ছে। প্রায় ৫ লক্ষ অংশগ্রহণকারী সরাসরি সঙ্গীত অনুষ্ঠানের জন্য ভ্রমণ করেন। এই বিষয়টি সঙ্গীত-নির্ভর পর্যটন অর্থনীতির উত্থানের ইঙ্গিতবাহক।
২০২৪ সালে আয়োজিত লাইভ ইভেন্ট ব্যবস্থাপনায় ১৫ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে, যা থেকে অতিরিক্ত ১৩ বিলিয়ন রাজস্ব আদায় হয়েছে। এই ধরনের ইভেন্টগুলি ২ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত অস্থায়ী কর্মসংস্থানও সৃষ্টি করে। ভারত ২০৩০ সালের মধ্যে সমগ্র বিশ্বে সরাসরি শীর্ষস্থানীয় ৫টি বিনোদনমূলক অনুষ্ঠানের গন্তব্য হিসেবে নিজের স্থান তৈরি করেছে।
SC/PM/SB
Release ID:
(Release ID: 2125788)
| Visitor Counter:
6