প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সবাইকে আশীর্বাদঋদ্ধ এবং আনন্দপূর্ণ ইস্টারের শুভকামনা জানিয়েছেন

Posted On: 20 APR 2025 8:58AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২০ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রত্যেককে আশীর্বাদঋদ্ধ এবং আনন্দপূর্ণ ইস্টারের শুভকামনা জানিয়েছেন। 

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি জানিয়েছেন :

“সবাইকে আমার পক্ষ থেকে আশীর্বাদঋদ্ধ এবং আনন্দপূর্ণ ইস্টারের শুভকামনা জানাই। এবারের ইস্টার উৎসব সারা পৃথিবীতেই বিশেষ, এই জুবিলি ইয়ার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হবে। এই পবিত্র উৎসব সকলকে আশা, পুনরুজ্জীবন ও করুণাধারায় উদ্দীপিত করুক। সর্বত্র আনন্দ এবং সৌভ্রাতৃত্ব বিরাজিত হোক।”

 

SC/SB/NS…


(Release ID: 2123035) Visitor Counter : 12