প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ওড়িয়া নববর্ষ, বিশু, পুতন্ডু এবং বহাগ বিহু উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

Posted On: 14 APR 2025 9:21AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িয়া নববর্ষ, বিহু, পুতন্ডু এবং বহাগ বিহু উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স বার্তায় পৃথক পৃথক পোস্টে তিনি লেখেন :

“ওড়িয়া নববর্ষ  উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা !” 

“বিহু-র শুভেচ্ছা !”

“পুতন্ডু-র শুভেচ্ছা সকলকে !”

“আপনাদের সকলকে বহাগ বিহুর শুভেচ্ছা !”


SC/PM/NS….


(Release ID: 2121608) Visitor Counter : 12