প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য জেম-এর ভূমিকা প্রশংসনীয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন

प्रविष्टि तिथि: 01 APR 2025 7:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২৫

 

ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য গভর্মেন্ট ই-মার্কেট প্লেস (জিইএম)-এর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:

“ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য এটি প্রশংসনীয় এক উদ্যোগ।”

 

SC/CB/SKD


(रिलीज़ आईडी: 2117790) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam