WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ভারতের আগামী প্রজন্মের ভিডিও গ্রাফিক্স শিল্পী তৈরির লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চক্র

 Posted On: 27 MAR 2025 2:10PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ২৭  মার্চ, ২০২৫

 

মর্যাদাপূর্ণ ওয়েভস ভিএফএক্স (ডব্লুভিএফএক্স) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক ডব্লুএএফএক্স আলোচনা চক্রের ব্যবস্থা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সরকারের লক্ষ্য হল, আগামী প্রজন্মের জন্য প্রতিভাবান ভিডিও গ্রাফিক্স শিল্পী (ভিএফএক্স) তৈরি করা এবং দেশের অর্থনীতিকে মজবুত করা। ডব্লুএএফএক্স আলোচনা চক্রগুলিতে শিল্পমহলের বিশেষজ্ঞদের নিয়ে আসা হবে, যাতে ভিডিও গ্রাফিক্স  শিল্পীরা প্রয়োজনীয় জ্ঞানলাভ করে সমৃদ্ধ হতে পারেন।

প্রথম আলোচনা চক্রটি অনুষ্ঠিত হয় মুম্বইয়ে। সেখানে উপস্থিত ছিলেন জীতিন ঠক্কর। ওয়েভস ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনাল অনুষ্ঠিত হবে ৪টি প্রধান শহরে। এগুলি হল –  চন্ডীগড়, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতা। প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারীরা মু্ম্বইয়ে অনুষ্ঠিত ওয়েভস ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই ফাইনাল অনুষ্ঠিত হবে  ১ থেকে ৪ মে পর্যন্ত।

ডব্লুএএফএক্স সেমিনার এবং আঞ্চলিক প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে দেখুন,  https://wafx.abai.avgc.in/

কোনও প্রশ্ন থাকলে, উত্তরের জন্য এখানে ক্লিক করুন https://wavesindia.org/faq

পিআইবি টিম ওয়েভস থেকে সর্বশেষ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, https://pib.gov.in/EventDetail.aspx?ID=1204&reg=3&lang=1

আসুন, ওয়েভস-এ নথিভুক্তির জন্য এখানে ক্লিক করুন,
https://wavesindia.org/register-menu


SC/MP /SG/


Release ID: (Release ID: 2116426)   |   Visitor Counter: 20