তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ভারতের আগামী প্রজন্মের ভিএফএক্স শিল্পীদের প্রস্তুতির জন্য শুরু ওয়েএফএক্স (WAFX) সেমিনার সিরিজ
ভারতের শীর্ষ ভিএফএক্স প্রতিভারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়েএফএক্স-২০২৫-এ; চারটি শহরে আঞ্চলিক ফাইনালের পর মুম্বাইয়ের ওয়েভস-এ হবে “গ্র্যান্ড ফিনালে”
Posted On:
27 MAR 2025 2:10PM by PIB Agartala
মুম্বাই, ২৭ মার্চ ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রক, অ্যাপটেক লিমিটেড এবং এবিএআই-এর সহযোগিতায় ওয়েএফএক্স সেমিনার সিরিজের সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো, ওয়েভস ভিএফএক্স প্রতিযোগিতার (ওয়েএফএক্স-WAFX) জন্য প্রতিযোগীদের প্রস্তুত করা ও অনুপ্রাণিত করা। এটি ক্রিয়েট ইন ইন্ডিয়া—সিজন-১ -এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভারতের সৃজনশীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং নতুন প্রজন্মের ভিএফএক্স শিল্পীদের গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টার অংশ।
এই সেমিনার-সিরিজের মাধ্যমে এই শিল্পের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা ভিএফএক্স শিল্পে আগ্রহী প্রতিযোগীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবেন। শিল্পের সাম্প্রতিক প্রবণতা, উন্নত ভিএফএক্স প্রযুক্তি ও কর্মজীবন বিকাশের সুযোগ সম্পর্কে মূল্যবান দৃষ্টিভঙ্গি প্রদান করাই এই সেমিনারগুলোর মূল উদ্দেশ্য। এতে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন এবং ভিএফএক্স শিল্পের পরিবর্তনশীল গতিপ্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন।

প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে অ্যাপটেক মুম্বাইয়ে, যেখানে বিশিষ্ট ভিএফএক্স সুপারভাইজার যতীন ঠক্কর উপস্থিত ছিলেন। তিনি ‘পোচার’, ‘লিও’ এবং ‘ভেড়িয়া’র মতো জনপ্রিয় প্রকল্পে কাজ করেছেন। অন্য এক সেশনে, ম্যাক (এমএএসি) একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করে, যেখানে ‘স্ক্যানলাইন ভিএফএক্স’-এর ভিএফএক্স সুপারভাইজার জয় মেহতা অংশগ্রহণ করেন। ভারতজুড়ে লাইভ-স্ট্রিমিং হওয়া এই ওয়েবিনারে তিনি ভিএফএক্স জগতের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ওয়েভস-২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে, ওয়েএফএক্স-এর আঞ্চলিক ফাইনালগুলো আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতের চারটি প্রধান শহর—চণ্ডীগড়, মুম্বই, বেঙ্গালুরু ও কলকাতায় অনুষ্ঠিত হবে। এই পর্বগুলোর সেরা প্রতিভাবান প্রতিযোগীরা ১ থেকে ৪ মে, ২০২৫-এ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত ওয়েভস-২০২৫-এর গ্র্যান্ড ফিনালে-তে অংশগ্রহণের সুযোগ পাবেন। ওয়েএফএক্স-এর আঞ্চলিক ফাইনালগুলো প্রতিযোগিতার মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে অল ইন্ডিয়া অনলাইন ভিএফএক্স প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা বিশিষ্ট বিচারকমণ্ডলীর সামনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয়ীরা শুধুমাত্র পুরস্কারই নয়, শীর্ষস্থানীয় ভিএফএক্স স্টুডিওতে ইন্টার্নশিপ ও এই শিল্পে স্বীকৃতি লাভের সুযোগ পাবেন, যা তাদের ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
** ওয়েএফএক্স, আসন্ন সেমিনার এবং আঞ্চলিক প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে দেখুন: https://wafx.abai.avgc.in/
** মিডিয়া সংক্রান্ত যে কোনো তথ্য বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: অ্যাপটেক লিমিটেড, শ্রীনিধি আইয়ার (কর্পোরেট কমিউনিকেশনস); ই-মেইল: srinidhi.iyer@aptech.ac.in
ওয়েভস সম্পর্কে:
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে এক ঐতিহাসিক আয়োজন ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েভস), প্রথম বারের মত এই আয়োজন আগামী ১ থেকে ৪ মে, ২০২৫-এ মহারাষ্ট্রের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।
আপনি যদি শিল্পের পেশাদার, বিনিয়োগকারী, সৃজনশীল ব্যক্তি বা প্রযুক্তির উদ্ভাবক হন, তবে এই সামিট হবে এক বিশ্বমানের প্ল্যাটফর্ম, যেখানে আপনি সংযোগ স্থাপন, সহযোগিতা, উদ্ভাবন এবং মিডিয়া ও এন্টারটেইনমেন্ট (এম. এন্ড ই.) খাতকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
ওয়েভস ভারতকে বৈশ্বিক সৃজনশীলতার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে, যেখানে কনটেন্ট ক্রিয়েশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ও প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এই সম্মেলনে আলোচ্য প্রধান শিল্প ও ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— সম্প্রচার, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স), গেমিং, কমিক্স, সাউন্ড ও মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর)।
এনিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, তার উত্তর পেতে এখানে ক্লিক করুন: https://wavesindia.org/faq
‘পিআইবি টিম ওয়েভস’-এর কাছ থেকে সাম্প্রতিক আপডেটগুলোর তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন!
আসুন, ওয়েভস-এর সঙ্গে যাত্রা শুরু করুন—এখনই নিবন্ধন বা রেজিস্ট্রেশন করুন!
***
SKC
(Release ID: 2116046)
Visitor Counter : 15