প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ

Posted On: 01 MAR 2025 2:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ মার্চ ২০২৫

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে-র সঙ্গে আজ নতুন দিল্লির এনএক্সটি কনক্লেভে সাক্ষাৎ করেন। 

 

তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন :

 

"আজ এনএক্সটি কনক্লেভে আমার বন্ধু মিস্টার রনিল বিক্রমসিঙ্ঘে-র সঙ্গে দেখা হয়েছে। আমরা সর্বদাই নিজেদের কথোপকথনে সামনের দিকে তাকিয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গীর আমি প্রশংসক। @RW_SRILANKA"

 

 

SC/SB/AS


(Release ID: 2107384) Visitor Counter : 5