প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ

Posted On: 01 MAR 2025 2:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ মার্চ ২০২৫

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট-এর সঙ্গে আজ নতুন দিল্লির এনএক্সটি কনক্লেভে সাক্ষাৎ করেন। 

 

তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন :

 

"আমার ভালো বন্ধু এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার টনি অ্যাবট-এর সঙ্গে দেখা করে খুব আনন্দ পেলাম। তিনি সর্বদাই ভারতের বন্ধু। আমরা তাঁকে এবারের সফরে মিলেট থেকে তৈরি খাদ্য উপভোগ করতে দেখেছি। @HonTonyAbbott "

 

SC/SB/AS


(Release ID: 2107382) Visitor Counter : 7