বিদেশমন্ত্রক
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির বঙ্গানুবাদ
Posted On:
28 FEB 2025 3:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
ইউরোপিয়ান কমিশনের মাননীয় প্রেসিডেন্ট,
ইউরোপিয়ান কলেজ অফ কমিশনার্স,
প্রতিনিধিবৃন্দ,
সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বন্ধুরা,
নমস্কার!
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং কলেজ অফ কমিশনার্স-এর এই ভারত সফর অভূতপূর্ব।
ইউরোপিয়ান কমিশন এই প্রথম ভারতে এল। শুধু তাই নয়, নির্দিষ্ট কোনো দেশে সমগ্র ইউরোপিয়ান কমিশনের সফর এই প্রথম। তাছাড়া, চলতি মেয়াদের একেবারে শুরুর দিকে নতুন কমিশনের সদস্যরা ভারতে এলেন। আমি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং কলেজ অফ কমিশনার্সকে উষ্ণ অভ্যর্থনা জানাই।
বন্ধুরা,
ভারত এবং ইইউ-র দু’দশকব্যাপী কৌশলগত অংশীদারিত্ব একটি স্বাভাবিক ও অনিবার্য বিষয়। এর মূলে রয়েছে পারস্পরিক আস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি দায়বদ্ধতা।
গতকাল এবং আজ আমরা মন্ত্রী পর্যায়ের প্রায় ২০টি বৈঠক করেছি। আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। আমাদের অংশীদারিত্বকে আরও প্রসারিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত।
বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবনা, পরিবেশ-বান্ধব বিকাশ, নিরাপত্তা, দক্ষতায়ন এবং যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় করার একটি নীল নকশা তৈরি করেছি আমরা। এ বছরের শেষ নাগাদ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের কাজ শেষ করে ফেলতে সংশ্লিষ্ট কর্মীগোষ্ঠীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধুরা,
বিনিয়োগ কাঠামো শক্তিশালী করতে বিনিয়োগ নিরাপত্তা এবং জিআই চুক্তির কথা বলা হয়েছে। প্রযুক্তি এবং উদ্ভাবনা ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও নিরাপদ মূল্য শৃঙ্খল গড়ে তোলা আমাদের অভিন্ন অগ্রাধিকার।
সেমি-কন্ডাক্টর, কৃত্রিম মেধা, হাই পারফরম্যান্স কম্পিউটিং এবং ৬জি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আমরা সহমত হয়েছি। মহাকাশ বার্তালাপ শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
বন্ধুরা,
পরিবেশ পরিমণ্ডল এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটি ভারসাম্য তৈরি করায় আমরা দু’পক্ষই দায়বদ্ধ। গ্রিন হাইড্রোজেন ফোরাম এবং উপকূলবর্তী বায়ুশক্তি বাণিজ্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৈদ্যুতিক যানের ব্যাটারি, সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ এবং গ্রিন হাইড্রোজেন ক্ষেত্রে যৌথ গবেষণার পথে আমরা এগোব। ধারাবাহিক নগর বিকাশ সংক্রান্ত যৌথ পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
যোগাযোগ ও সংযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকনমিক করিডর বিশ্ববাণিজ্য, ধারাবাহিক বিকাশ ও সমৃদ্ধির প্রশ্নে আগামীদিনে বড় চালিকাশক্তি হয়ে উঠবে।
বন্ধুরা,
প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসার আমাদের পারস্পরিক আস্থার বিষয়টি তুলে ধরে। সাইবার নিরাপত্তা, সমুদ্র পরিসরের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার ভিত্তিতে এগোব আমরা।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি এবং সমৃদ্ধি নিশ্চিত করায় আমরা দায়বদ্ধ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার ক্ষেত্রে ইইউ-র সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার বিকাশে ত্রিপাক্ষিক উন্নয়ন প্রকল্প রূপায়ণে আমরা একযোগে কাজ করব।
বন্ধুরা,
আমাদের সম্পর্কের শক্তিশালী ভিত্তি হল মানুষে-মানুষে সংযোগ। আজ শিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আমরা একটি চুক্তিতে উপনীত হয়েছি। আমি বিশ্বাস করি যে ভারতের প্রতিভাময় যুব প্রজন্ম এবং ইউরোপের উদ্ভাবন শক্তি অপরিসীম সম্ভাবনার দিগন্ত খুলে দেবে।
ইইউ-র নতুন ভিসা ব্যবস্থাপনাকে আমরা স্বাগত জানাই। এর ফলে, ভারতের দক্ষ তরুণ-তরুণীরা আদানপ্রদান এবং নিজেদের ক্ষমতা তুলে ধরার আরও বেশি সুযোগ পাবেন।
ভারত-ইইউ অংশীদারিত্বকে ২০২৫ পরবর্তী পর্যায়ে আরও সুদৃঢ় ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার একটি নীল নকশা তৈরি করেছি আমরা। পরবর্তী ভারত-ইইউ শিখর সম্মেলনে তা প্রকাশ করা হবে।
মাননীয়,
আপনার ভারত সফর আমাদের অংশীদারিত্বে নতুন গতি ও প্রাণময়তা এনে দিয়েছে। এর ফলে আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়ে উঠবে।
পরবর্তী ভারত-ইইউ শিখর সম্মেলনে আরও একবার আপনাদের এ দেশে স্বাগত জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
অনেক ধন্যবাদ।
SC/AC/DM
(Release ID: 2107021)
Visitor Counter : 13
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam