মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরীক্ষা পে চর্চা ২০২৫-এর প্রথম পর্বে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted On: 12 FEB 2025 7:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি , ২০২৫

 

নতুন দিল্লিতে ১০ ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা ২০২৫-এর প্রথম পর্বে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অষ্টম পরীক্ষা পে চর্চার এই পর্বে ঘরোয়ার আলোচনার পরিসরে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্তের ৩৬ জন শিক্ষার্থী। পুষ্টি, পরীক্ষার চাপ সামলানো, নিজের সঙ্গেই প্রতিযোগিতা, নেতৃত্বদানের ক্ষমতা, নিছক বইয়ের বাইরেও জ্ঞানার্জন- ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শে তারা সমৃদ্ধ হয়ে ওঠে। 

 

১২ ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চার দ্বিতীয় পর্বে ৬০ জন শিক্ষার্থীর সঙ্গে আলাপচারিতায় যোগ দেন বিশিষ্ট অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ মতো নিজেকে প্রকাশ করায় উদ্যোগী হতে পড়ুয়াদের কাছে আবেদন রাখেন। পরীক্ষার সময় মনোযোগ বজায় রাখার লক্ষ্যে একটি বিশেষ অধিবেশনের আয়োজন ছিল এই পর্বে। অনলাইনেও এতে যোগ দেয় অনেক পড়ুয়া। 

 

অষ্টম পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণকারীর সংখ্যা সব মিলিয়ে ছিল ৫ কোটিরও বেশি। 

 

প্রথম পর্ব দেখার লিঙ্ক 

 

https://www.youtube.com/watch?v=G5UhdwmEEls

 

দ্বিতীয় পর্ব দেখার লিঙ্ক 

 

https://www.youtube.com/watch?v=DrW4c_ttmew

 

 

 

 

SC/AC/NS


(Release ID: 2102687) Visitor Counter : 20