তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ওয়েভস ২০২৫ “রিল মেকিং” প্রতিযোগিতায় নাম লেখালেন ভারত এবং আরও ২০টি দেশের ৩,৩০০-রও বেশি প্রতিযোগী

Posted On: 05 FEB 2025 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৫

 

ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টার্টেনমেন্ট সামিট – ওয়েভস ২০২৫-এ “রিল মেকিং” প্রতিযোগিতায় ভারত এবং ২০টি দেশের ৩,৩৭৯ জন প্রতিযোগী নাম লিখিয়েছেন। 

ওয়েভস ২০২৫-এর আওতায় এই প্রতিযোগিতা বিনোদন এবং গণমাধ্যমের দুনিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবের সাক্ষ্য দেয়। সরকারের ক্রিয়েট ইন ইন্ডিয়া এবং ডিজিটাল সৃজনশীলতা বৃদ্ধির উদ্যোগের সঙ্গে এই আয়োজন সামঞ্জস্যপূর্ণ। 

রিল তৈরির এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও আফগানিস্তান, আলবানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। দেশের নানা প্রান্তের প্রতিযোগীরাও যোগ দিচ্ছেন এই আয়োজনে। 

ভারতে গল্প শোনানোর যে সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে তাকে আরও জোরদার করে তোলায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। 

প্রতিযোগীদের ন্যূনতম বয়স ২০। বিকশিত ভারত, ভারত@২০৪৭-এর মতো বিষয়বস্তু নিয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও বানাতে হবে তাদের। 

বিজয়ী প্রতিযোগীরা মেটা-র আয়োজনে রিলের মাস্টার ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাবেন। ওয়েভস ২০২৫-এর মঞ্চে সম্মানিত করা হবে তাদের। আন্তর্জাতিক স্তরে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের সবরকম ভাবে সাহায্য করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তাদের রিল ‘ওয়েভস হল অফ ফেম’-এ দেখানো হবে। এছাড়াও ওয়েভস-এর ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক মাধ্যম মঞ্চে তা আপলোড করা হবে। 

বিশদ জানার জন্য এই ওয়েবসাইট দেখুন -  https://wavesindia.org/challenges-2025

 


SC/AC/AS


(Release ID: 2100191) Visitor Counter : 25