বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে। ২০১৪ সালে দুটি ইউনিট থেকে বর্তমানে সমগ্র দেশে ৩০০টিরও বেশি ইউনিট কার্যকর রয়েছে : শ্রী অশ্বিনী বৈষ্ণব
বর্তমানে ভারতে বিক্রি হওয়া ৯৯.২% মোবাইল স্থানীয় ভাবে তৈরি, ২০১৪ সালে মোবাইল রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১,২৯,০০০ কোটি টাকা
‘মেক ইন ইন্ডিয়া’ চার্জার, ব্যাটারি প্যাক, ক্যামেরা মডিউল, ডিসপ্লে মডিউলের মতো ইলেক্ট্রনিক্স সামগ্রী ঘরোয়া উৎপাদনকে ত্বরান্বিত করেছে
Posted On:
04 FEB 2025 5:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি ২০২৫
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গী ভারতকে আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করেছে। এই কর্মসূচি চালুর এক দশকের মধ্যেই এটি কেবলমাত্র আত্মনির্ভর করে তুলতে সহায়ক হয়েছে তা-ই নয়, উৎপাদন বাড়িয়েছে এবং কর্মসংস্থানেরও সৃষ্টি করেছে। এবিষয়ে তথ্য দিয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গত ১ দশকে ভারতের মোবাইল এবং ইলেক্ট্রনিক্স সামগ্রী ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সেকথা জানান।
মোবাইল এবং ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য উন্নতি করেছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ ভারত। ২০১৪ সালে দেশে মাত্র দুটি মোবাইল প্রস্তুতকারক ইউনিট ছিল। বর্তমানে দেশে ৩০০-র বেশি মোবাইল প্রস্তুতকারক ইউনিট কার্যকর রয়েছে।
২০১৪-১৫ সালে ভারতে বিক্রি হওয়া মোট মোবাইলের মাত্র ২৬ শতাংশ দেশে নির্মিত মোবাইল ছিল। বাকি বিদেশ থেকে আমদানি করা হত। কিন্তু বর্তমানে ভারতে বিক্রি হওয়া মোবাইল ফোনের ৯৯.২ শতাংশ দেশে তৈরি। ২০১৪ সালে এক্ষেত্রে আয়ের পরিমাণ ছিল ১৮,৯০০ কোটি টাকা। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৪,২২,০০০ কোটি টাকা।
ভারতে বর্তমানে প্রতি বছর ৩২৫ থেকে ৩৩০ মিলিয়ন মোবাইল প্রস্তুত হয়। ভারতে তৈরি মোবাইল ফোনগুলি ঘরোয়া বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিশেষ স্থান করে নিয়েছে। রপ্তানির পরিমাণ বর্তমানে ১,২৯,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এক্ষেত্রটি বর্তমানে কর্মসংস্থানের এক উল্লেখযোগ্য ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ ভাবে প্রায় ১২ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গত এক দশকে। এই কর্মসংস্থানের সুযোগ কেবলমাত্র অসংখ্য পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছে তা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও সদর্থক প্রভাব ফেলেছে।
মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এই উল্লেখযোগ্য লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা পালন করেছে। চার্জার, ব্যাটারি প্যাক, সব ধরনের ইউএসবি কেবল, লিথিয়াম আয়ন সেল, স্পিকার, মাইক্রোফোন, ক্যামেরা মডিউলের মতো বিভিন্ন সামগ্রী প্রস্তুতের পরিমাণও বাড়িয়েছে।
শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর ফলে, আন্তর্জাতিক স্তরে ইলেক্ট্রনিক্স বাজারে ভারত অন্যতম শীর্ষ স্থানীয় দেশ হয়ে উঠবে।
১৯৫০ এবং ১৯৯০-এর মধ্যবর্তী সময়ে নিয়ন্ত্রিত নীতি উৎপাদন ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু মেক ইন ইন্ডিয়া উদ্যোগ তা সম্পূর্ণ বদলে দিয়েছে। দেশে বর্তমানে উৎপাদনের হার বাড়ছে এবং বিভিন্ন পণ্য সস্তা হচ্ছে।
দেশে সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং বেস তৈরি করা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় তা চালু করার প্রক্রিয়া চলছে।
খেলনা থেকে শুরু করে মোবাইল ফোন, প্রতিরক্ষা সামগ্রী থেকে শুরু করে বৈদ্যুতিন যানবাহন সব কিছুরই উৎপাদন বর্তমানে ভারতে হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া দৃষ্টিভঙ্গী ভারতকে আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলেছে। এর ফলে, উৎপাদন বাড়ছে, মানুষ আত্মনির্ভর হয়ে উঠছেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক সদর্থক প্রভাব পড়ছে।
SC/PM/AS
(Release ID: 2099839)
Visitor Counter : 15
Read this release in:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam