প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বেলজিয়ামের প্রধানমন্ত্রী পদে দায়িত্বগ্রহণ করায় বার্ট দ্য ওয়েভারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 04 FEB 2025 9:00AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী পদে দায়িত্বগ্রহণ করার বার্ট দ্য ওয়েভারকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ভারত – বেলজিয়াম সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে এবং একযোগে দুই দেশ কাজ করবে বলে তাঁর আশা। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।  

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :

“প্রধানমন্ত্রী @Bart_DeWever দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানাই। ভারত – বেলজিয়াম সম্পর্ক আরও মজবুত করতে এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করে যাবো বলে আমি আশাবাদী। আপনার প্রধানমন্ত্রী পদের কার্যকালে সার্বিক সাফল্য কামনাকরি।” 


SC/PM/AS


(Release ID: 2099442) Visitor Counter : 27