তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ মেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন মিডিয়া ইউনিটের কাজের পর্যালোচনা করলেন মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু

प्रविष्टि तिथि: 23 JAN 2025 10:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৫


তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু মহাকুম্ভ মেলায় মন্ত্রকের বিভিন্ন মিডিয়া ইউনিটের কাজের পর্যালোচনা করেছেন। মহাকুম্ভের ত্রিবেণী মার্গের প্রদর্শনী চত্ত্বরে মন্ত্রকের উদ্যোগে ‘জনভাগিদারী সে জনকল্যাণ’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীতে সরকারের গত ১০ বছরের নানা সাফল্য, কর্মসূচি, নীতি ও প্রকল্প তুলে ধরা হয়েছে। তথ্য ও সম্প্রচার সচিব এই প্রদর্শনীটি ঘুরে দেখেন।

এই প্রদর্শনীকে ব্যবহারকারী-বান্ধব আখ্যা দিয়ে তিনি বলেন, এখানে ওয়াল, এলইডি টিভিস্ক্রিন ওয়াল, হলোগ্রাফিক সিলিন্ডারের মতো বিভিন্ন প্রযুক্তির সাহায্যে নানা প্রকল্প সম্পর্কিত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

শ্রী সঞ্জয় জাজু মহাকুম্ভ মেলার মিডিয়া সেন্টার ঘুরে দেখেন এবং সেখানে সাংবাদিকদের জন্য কী কী সুবিধা রয়েছে তার খোঁজ নেন। সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, তথ্য ও সম্প্রচার সচিব মহাকুম্ভ মেলার সেক্টর ৪-এ গিয়ে দূরদর্শন ও আকাশবাণীর অস্থায়ী কেন্দ্র ঘুরে দেখেন। তিনি বলেন, দূরদর্শন ও আকাশবাণীর সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে দর্শক-শ্রোতারা মহাকুম্ভের জাঁকজমক ও বিভিন্ন পবিত্র মুহূর্তের সাক্ষী হতে পারছেন। মোবাইল ফোন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও এই ছবি ফুটে উঠছে। এজন্য প্রসারভারতী বিভিন্ন সময়ে সরাসরি সম্প্রচার এবং মাল্টি ক্যামেরা সেট-আপের ব্যবস্থা করেছে।

শ্রী সঞ্জয় জাজু বলেন, বিশেষ এফএম চ্যানেল কুম্ভবাণীর মাধ্যমে কুম্ভ মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই চ্যানেলের সম্প্রচার, মহাকুম্ভের জনঘোষণা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে, ভক্তরাও এইসব তথ্য জানতে পারছেন। মহাকুম্ভ মেলায় মন্ত্রকের কর্মরত আধিকারিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব বৈঠক করেন এবং তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

তিনি বলেন, ১৪৪ বছর পর মহাকুম্ভের এই বিশেষ মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে সকলেই নিজের সাধ্যমতো কাজ করছেন। সমস্ত ভেদাভেদ ভুলে সারা দেশ থেকে ভক্তরা শান্তির সন্ধানে এই অমৃতকুম্ভে এসেছেন। আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে এই মেলার অবদান অবিস্মরণীয়।

তথ্য ও সম্প্রচার সচিব কুম্ভ মেলায় প্রকাশন বিভাগের স্টল ঘুরে দেখেন। ছোটবেলায় কেমন আগ্রহের সঙ্গে তিনি বাল ভারতী পত্রিকা পড়তেন তার স্মৃতিচারণ করে, এখনও এর প্রকাশ অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2095737) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam