প্রধানমন্ত্রীরদপ্তর
নতুন দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
03 JAN 2025 4:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জানুয়ারি , ২০২৫
ভারত মাতা কি জয় !
ভারত মাতা কি জয় !
আমার সহকর্মী কেন্দ্রীয় মন্ত্রী- মনোহর লাল জি, ধর্মেন্দ্র প্রধান জি, তোখান সাহু জি, ডঃ সুকান্ত মজুমদার জি, হর্ষ মালহোত্রা জি, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা জি, আমার সংসদের সমস্ত সদস্যরা, বিধায়ক এবং আমার ভাই ও বোনেরা।
আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভারতের উন্নয়নে এই বছরটি অসংখ্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে ওঠার লক্ষ্যে এই বছরে আরও গতি আসবে। আমাদের এই বছরের মন্ত্র হল, “মহিলা-চালিত উন্নয়ন”কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো।
বন্ধুগণ,
আজ যেসব প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল, তার মধ্যে রয়েছে বঞ্চিতদের জন্য বাসগৃহ নির্মাণ এবং বিদ্যালয় ও কলেজের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্প। আজ গোটা দেশ ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেক নাগরিকের জন্য তাঁদের নিজেদের বাড়ির ছাদ এবং একটি সুন্দর বাসগৃহ গড়ে দিতে চাই। এই লক্ষ্য অর্জনে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২ বছর আগে কালকাজি এক্সটেনশনে বস্তিতে বসবাসরত আমার ভাইবোনদের জন্য ৩০০০-এর বেশি বাড়ি উদ্বোধনের সুযোগ হয়েছিল। এবার আমি আরও ১৫০০টি বাসগৃহ উপযুক্ত মালিকদের হাতে তুলে দিচ্ছি। এই বাড়ির মালিকরা দিল্লির বিভিন্ন অংশের বাসিন্দা এবং তাঁরা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য।
বন্ধুগণ,
গত ১০ বছরে ৪ কোটির বেশি অবহেলিত মানুষকে বাসগৃহ প্রদান করা হয়েছে। দিল্লিতে ৩০০০-এর বেশি এই ধরনের বাসগৃহ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। আগামীদিনে হাজার হাজার নতুন বাড়ি দিল্লিবাসির হাতে তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর আওতায় গত ১০ বছরে দেশে ১ কোটির বেশি বাড়ি তৈরি করা হয়েছে। এর মধ্যে শুধু দিল্লিতেই প্রায় ৩০,০০০ বাড়ি নির্মিত হয়েছে। এই যোজনায় শহরের গরিবদের জন্য আরও ১ কোটি নতুন বাসগৃহ তৈরি করা হবে। এই প্রকল্পে বার্ষিক ৯ লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলি বিশেষ সুবিধা পাবে।
বন্ধুগণ,
বিজেপি সরকার বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পেশাগত শিক্ষার সঙ্গে যুক্ত উন্নতমানের প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। আজকের শিশুরা তাদের মাতৃভাষায় পড়াশোনা করতে পারে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিবিএসই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। একথা মাথায় রেখে সিবিএসই-র জন্য নতুন ভবন তৈরি করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়েরও নতুন ক্যাম্পাস তৈরির কাজ চলছে।
বন্ধুগণ,
দিল্লি হল দেশের রাজধানী এবং এখানকার মানুষের সুশাসনের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। গত ১০ বছরে আপ সরকারের শাসনে বিভিন্ন ক্ষেত্রে দিল্লির অবনতি ঘটেছে। নানা রকম দুর্নীতিতে জড়িত এই সরকার। আমরা এই অবস্থা চলতে দেব না। আমরা পরিবর্তন আনবো। আমরা দিল্লির অধিকাংশ রাস্তা, মেট্রো লাইন, বড় বড় হাসপাতাল এবং কলেজ ক্যাম্পাস গড়ে তুলছি। এই দায়িত্ব ভাগ করে নেওয়ার কথা ছিল আপ সরকারেরও। কিন্তু তারা দিল্লিকে সমস্যায় ভরিয়ে তুলেছে এবং তাদের কোনো দূরদৃষ্টিও নেই। যমুনা নদীর আজ শোচনীয় দশা। যমুনার জল যদি স্বচ্ছ না হয়, তবে দিল্লিবাসী কোথায় পানীয় জল পাবেন? দিল্লির মানুষকে দূষিত জল পান করতে বাধ্য করা হচ্ছে।
বন্ধুগণ,
বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে প্রতিটি পরিবারকে বিদ্যুৎ উৎপাদক পরিবারে পরিণত করার লক্ষ্যে সুবিধা প্রদান করছে। এই প্রকল্পে বাড়ির ছাদে সৌর প্যানেল বসাতে আগ্রহী প্রতিটি পরিবারকে ৭৫,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ পর্যন্ত দেশে ৭.৫ লক্ষ বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে। এর ফলে পরিবারগুলি বিনা খরচে বিদ্যুৎ পাবে এবং অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অর্থও আয় করতে পারবে।
বন্ধুগণ,
আজ দিল্লির প্রায় ৭৫ লক্ষ গরিব মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এক দেশ, এক রেশন কার্ড নীতির ফলে দিল্লির মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। প্রায় ৫০০টি জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে কম দামে ওষুধ পাচ্ছেন দিল্লির গরিব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। এইসব কেন্দ্রে ৮০ শতাংশের বেশি ছাড়ে ওষুধ পাওয়া যায়। আমি দিল্লির মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে চাই, যার মাধ্যমে বিনা খরচে তাঁরা চিকিৎসা করাতে পারবেন। দেশের অন্যত্র এই প্রকল্প চালু করা হলেও, দিল্লি সরকার এর রূপায়ণে বাধা দিচ্ছে। এখন ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদেরও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে।
বন্ধুগণ,
এই বছর দিল্লিতে সুশাসনের নতুন ধারা আসবে। এই বছর “দেশ সর্বাগ্রে, দেশবাসী সর্বাগ্রে” এই অনুভুতিকে আরও শক্তিশালী করবে। এই বছর দেশ নির্মাণে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। অতএব আমাদের অবশ্যই দিল্লিতে আপ সরকারকে হটাতে হবে এবং বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আবার নতুন বাড়ি এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমার সঙ্গে গলা মিলিয়ে বলুন-
ভারত মাতা কি জয় !
দুই হাত তুলুন এবং আপনাদের সর্বশক্তি দিয়ে বলুন, “আমরা আপ-দ্য থেকে মুক্তি চাই !”
ভারত মাতা কি জয় !
ভারত মাতা কি জয় !
ভারত মাতা কি জয় !
আপনাদের অনেক ধন্যবাদ।
প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে।
SC/MP/NS
(Release ID: 2091594)
Visitor Counter : 48
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam