যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ড: মনসুখ মান্ডবিয়া ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’, একটি নবরূপে জাতীয় যুব উৎসব ২০২৫-এর ঘোষণা করেছেন
प्रविष्टि तिथि:
18 NOV 2024 2:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৪
নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী শ্রী মনসুখ মান্ডবিয়া একটি রূপান্তরকারী নবরূপের জাতীয় যুব উৎসব ২০২৫-এর ঘোষণা করেছেন। ভবিষ্যত ভারত নির্মাণে যুব সমাজের আরও বেশি করে অংশগ্রহণে প্রধানমন্ত্রীর ভাবনা পুনরায় তুলে ধরেছেন তিনি। নবরূপের এই উৎসবকে বলা হবে ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’। এই প্রাণবন্ত মঞ্চটি তরুণ ভারতীয়দের বিকশিত ভারতের ভাবনা পূরণে তাঁদের ধারণা এবং পরিপ্রেক্ষিত দেওয়ার ক্ষমতা দেবে।
বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ড: মনসুখ মান্ডবিয়া বলেন, ‘এই উৎসবের লক্ষ্য, তরুণ প্রতিভাকে চিহ্নিত করে লালন করা, বিকশিত ভারতের জন্য তাদের ভাবনা-চিন্তা ভাগ করে নেওয়ার মঞ্চ দেওয়া। তরুণদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হবে যে তাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন এবং ভবিষ্যত ভারতের জন্য তাঁদের চিন্তা-ভাবনা উপস্থাপন করতে পারবেন। যার মাধ্যমে রাজনীতি ও সমাজ জীবনে যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।’
PG/ AP /AG
(रिलीज़ आईडी: 2074358)
आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Odia
,
Telugu
,
English
,
Khasi
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam