প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ঝাড়খণ্ডের হাজারিবাগে ৮০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী

Posted On: 02 OCT 2024 3:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২৪

 

ঝাড়খণ্ডের হাজারিবাগে আজ ৮০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি সূচনা করলেন ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং উদ্বোধন করলেন ৪০টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের। এছাড়াও তিনি ২৫টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের শিলান্যাসও করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (পিএম-জনমন)-এর আওতায় কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। 

এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন যে মাত্র কয়েকদিন আগে তিনি এই রাজ্যের জামশেদপুরও সফর করে এসেছেন। ঝাড়খণ্ডের উন্নয়নের যাত্রাপথে সঙ্গী হওয়ার সুযোগ পেয়ে তিনি বিশেষ গর্বিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী এদিনের সমাবেশে প্রদত্ত ভাষণে। তিনি বলেন, হাজার হাজার দরিদ্র রাজ্যবাসীকে পাকা বাসস্থানের মালিকানাও আজ তিনি হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত হয়েছে এই বাসস্থান তথা বাড়িগুলি। আজকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিকে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও ক্ষমতায়নের লক্ষ্যে এক বিশেষ সরকারি প্রচেষ্টা বলেই বর্ণনা করেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এজন্য বিনিয়োগের মাত্রা ৮০ হাজার কোটি টাকাও ছাড়িয়ে যাবে। এইভাবেই সরকারি কর্মসূচিতে আদিবাসী মানুষের প্রয়োজন ও চাহিদাগুলিকে তাঁর সরকার বিশেষ অগ্রাধিকারদান করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

প্রসঙ্গত, আজ ছিল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। এই দিনটির কথা তাঁর ভাষণে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে বাপুজির দার্শনিক চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গীই হল আদিবাসী কল্যাণে ভারতের মূলধন তথা সম্পদ বিশেষ। কারণ, গান্ধীজি বিশ্বাস করতেন যে পিছিয়ে পড়া আদিবাসী মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নের মাধ্যমেই সমগ্র ভারতবর্ষের উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়িত হতে পারে। এই কারণে তাঁর সরকার আদিবাসী সমাজের উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের কথাও আজ তাঁর ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর আওতায় দেশের আদিবাসী অধ্যুষিত ৬৩ হাজার গ্রামে উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৫০টি জেলায় এই আদিবাসী গ্রামগুলি অবস্থিত। এই কর্মসূচি রূপায়ণের মাধ্যমে আদিবাসী প্রধান এবং আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে পৌঁছে যাবে আর্থ-সামাজিক উন্নয়নের সুফল। এর ফলে উপকৃত হবেন ৫ কোটিরও বেশি আদিবাসী ভাই-বোন। ঝাড়খণ্ডের আদিবাসী সমাজও এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে না বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান থেকেই ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হচ্ছে বলে বিশেষ আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতেই ঝাড়খণ্ডে সূচনা হয়েছিল প্রধানমন্ত্রী জনমন যোজনার। এই কর্মসূচির বর্ষপূর্তি অনতিবিলম্বেই উদযাপিত হতে চলেছে। একদা অনগ্রসর আদিবাসী অঞ্চলগুলিতে প্রধানমন্ত্রী জনমন যোজনার সুফল পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই কর্মসূচির অঙ্গ হিসেবে ১,৩৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগে রূপায়িত হবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যার শিলান্যাস তিনি ইতিমধ্যেই এখানে সম্পন্ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নের মতো সুযোগ পৌঁছে দেওয়া হবে আদিবাসী মানুষের কাছে যাতে তাঁরা উন্নততর জীবনযাত্রার সুযোগ পেতে পারেন। 

প্রসঙ্গত শ্রী মোদী উল্লেখ করেন যে এই কর্মসূচির আওতায় প্রত্যন্ত ও পিছিয়ে থাকা আদিবাসী গ্রামগুলিতে পৌঁছে দেওয়া হয়েছে পানীয় জলের যোগান। এই ধরনের ৯৫০টি গ্রামের প্রত্যেকটি বাড়িতে পানীয় জলের যোগান ইতিমধ্যেই পৌঁছে গেছে। এছাড়াও, ঝাড়খণ্ডে ৩৫টি বন ধন বিকাশ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবে অনুমোদনও দেওয়া হয়েছে। প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিতে মোবাইল সংযোগ পৌঁছে দেওয়ার কাজ বর্তমানে বেশ কিছুটা এগিয়ে গেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী বলেন, আদিবাসী যুবক ও যুবতীদের উন্নতমানের শিক্ষার সুযোগের আওতায় নিয়ে আসার মাধ্যমে সমগ্র আদিবাসী সমাজের অগ্রগতি নিশ্চিত করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের সূচনা বলে তিনি মন্তব্য করেন। এজন্য সরকারিভাবে বাজেট বরাদ্দও স্কুলপ্রতি দ্বিগুণ করে তোলা হয়েছে। 

আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল শ্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী জুয়েল ওরাম।


PG/SKD/DM


(Release ID: 2066324) Visitor Counter : 27