প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

মারাঠী, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের সিদ্ধান্তের প্রশংসায় প্রধানমন্ত্রী

Posted On: 03 OCT 2024 10:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, মন্ত্রিসভার এই অনুমোদনের পর অসমিয়া ধ্রুপদী ভাষার মর্যাদা পাবে। অসমিয়া সংস্কৃতি শত শত বছর ধরে বিকশিত হয়ে আসছে এবং এর সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য রয়েছে। আগামী দিনগুলিতে এই ভাষা আরও জনপ্রিয়তা লাভ করবে। আমার অভিনন্দন।"

“আমি অত্যন্ত খুশি যে, মহান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, আর তাও পবিত্র দুর্গা পূজার সময়েই। বাংলা সাহিত্য অসংখ্য মানুষকে বছরের পর বছর ধরে অনুপ্রাণিত করে আসছে। এই উপলক্ষে বিশ্ব জুড়ে সকল বাংলা ভাষাভাষী-কে অভিনন্দন জানাই।”


“মারাঠী ভাষা আমাদের গর্ব। 

এই ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় অভিনন্দন। এটি আমাদের দেশের ইতিহাসে মারাঠীদের সমৃদ্ধ সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি। ভারতীয় ঐতিহ্যে মারাঠী ভাষা বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে।

আমি নিশ্চিত যে, ধ্রুপদী ভাষার স্বীকৃতির ফলে আরও অনেক মানুষ এই ভাষা সম্পর্কে জানতে আরও উৎসাহী হবেন।"

“পালি ও প্রাকৃত ভাষা হ’ল – ভারতীয় সংস্কৃতির শিকড়। এই ভাষা দুটি অধ্যাত্মবোধ, জ্ঞান ও দর্শনের ভাষা। এগুলি সাহিত্যগত পরম্পরার জন্যও পরিচিত। ভারতের ভাবনা, সংস্কৃতি এবং ইতিহাসের উপর এই ভাষা দুটির প্রভাবকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হবে।

আমার দৃঢ় বিশ্বাস যে, ধ্রুপদী ভাষার স্বীকৃতিদানের সিদ্ধান্তের ফলে আরও বহু মানুষ এই ভাষাগুলি সম্পর্কে জানতে ও শিখতে উৎসাহী হবেন। এটি একটি আনন্দের মুহূর্ত!"

 

PG/MP/SB



(Release ID: 2062060) Visitor Counter : 11