অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ‘এনপিএস বাৎসল্য’ প্রকল্পের সূচনা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন

মূল অনুষ্ঠান নতুন দিল্লিতে, অন্য ৭৫টি অনুষ্ঠানস্থল ভার্চ্যুয়ালি যোগ দেবে মূল অনুষ্ঠানে

Posted On: 16 SEP 2024 5:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এ ঘোষিত ‘এনপিএস বাৎসল্য’ প্রকল্পের সূচনা করবেন। অনুষ্ঠানে যোগ দেবে স্কুল পড়ুয়ারা। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই প্রকল্পে যোগ দেওয়ার একটি অনলাইন প্ল্যাটফর্মেরও সূচনা করবেন। পাশাপাশি, প্রকল্পের ব্রোশিওর এবং নাবালক সুবিধাপ্রাপকদের পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (পিআরএএন) প্রদান করবেন তিনি। 

নতুন দিল্লির পাশাপাশি আরও ৭৫টি জায়গায় এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। ওই অনুষ্ঠান স্থলগুলির যোগদানকারীরা নতুন দিল্লির মূল অনুষ্ঠান স্থলের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। ‘এনপিএস বাৎসল্য’ প্রকল্পের আওতায় অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য একটি পেনশন খাতায় অর্থ জমা রাখতে পারেন। প্রতি বছর সন্তানের নামে ১ হাজার টাকা জমা রাখা যাবে। কাজেই এই প্রকল্পটি সব ধরনের আর্থিক পরিমণ্ডলের মানুষের পক্ষে উপযুক্ত। প্রকল্পটি কাজ করবে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির আওতায়। 
 
PG/AC/DM


(Release ID: 2055498) Visitor Counter : 78