প্রধানমন্ত্রীরদপ্তর
সিঙ্গাপুরের বরিষ্ঠ মন্ত্রী লি সিন লুং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
प्रविष्टि तिथि:
05 SEP 2024 2:18PM by PIB Kolkata
নতুনদিল্লি ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের প্রবীণ মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লি সিন লুং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিঙ্গাপুরের প্রবীণ মন্ত্রী প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী ভারত-সিঙ্গাপুর রাজনৈতিক অংশীদারিত্ব বাড়াতে প্রবীণ মন্ত্রী লি-র ভূমিকার প্রশংসা করেন এবং প্রবীণ মন্ত্রী হিসেবে নতুন ভূমিকায় লি ভারতের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্ক মজবুত করার বিষয়ে তাঁর লক্ষ্য স্থির রাখবেন বলে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রবীণ মন্ত্রী লি-র সঙ্গে তাঁর পূর্ববর্তী বৈঠকের কথা স্মরণ করেন। তিনি ভারত-সিঙ্গাপুর সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোল টৈবিল বৈঠকের সময় চিহ্নিত বিষয়গুলিতে সহযোগ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে দুই নেতা সহমত পোষণ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে দুই নেতা মত বিনিময় করেন।
PG/PM/CS
(रिलीज़ आईडी: 2052322)
आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam