প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রোঞ্জ পদক জয়ের জন্য ব্যাডমিন্টন খেলোয়াড় মণীষা রামদাসকে অভিনন্দন জানিয়েছেন

Posted On: 02 SEP 2024 9:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, 2 সেপ্টেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন এসইউ৫-এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য মণীষা রামদাসকে অভিনন্দন জানিয়েছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন এসইউ৫-এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য মণীষা রামদাসের প্রয়াস অতুলনীয়! তাঁর ধৈর্য্য ও অধ্যাবসায় এই সাফল্য অর্জনে সহায়তা করেছে। তাঁকে অভিনন্দন জানাই। #Cheer4Bharat”


PG/CB/AS


(Release ID: 2051446) Visitor Counter : 49