কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

পুণে মেট্রো প্রথম পর্বের প্রকল্পে সরগেট থেকে কাটরাজ পর্যন্ত দক্ষিণ ৫.৪৬ কিলোমিটার সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 16 AUG 2024 8:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ আগস্ট ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ পুণে মেট্রো প্রথম পর্বের প্রকল্পে সরগেট থেকে কাটরাজ পর্যন্ত দক্ষিণ ৫.৪৬ কিলোমিটার সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। নতুন এই সম্প্রসারিত অংশের দৈর্ঘ্য ৫.৪৬ কিলোমিটার। এটি লাইন-১বি-এর সম্প্রসারণ। এতে ভূগর্ভে তিনটি স্টেশন থাকবে। মার্কেট ইয়ার্ড, বিভেওয়াদি, বালাজি নগর এবং কাটরাজ শহরতলীর মতো এলাকাগুলিকে তা যুক্ত করবে।

এই প্রকল্পের কাজ ২০২৯-এর ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে। পুণেতে নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা প্রদানই এর উদ্দেশ্য। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২,৯৫৪.৫৩ কোটি টাকা। উভয় পক্ষের বিভিন্ন সংস্থার সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং মহারাষ্ট্র সরকার সমানভাবে এই তহবিল যোগাবে। 

এই সরগেট থেকে কাটরাজ পর্যন্ত ভূগর্ভস্থ মেট্রো লাইন হলে তা যানজট সমস্যার একদিকে যেমন নিরসন করবে, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমাবে এবং মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন। শহরের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিবেশ দূষণ প্রতিরোধেও এটি সহায়ক হয়ে উঠবে। 

প্রকল্প সম্পাদনের দায়িত্বে রয়েছে মহা-মেট্রো। তারা কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করবে। পুণের মেট্রো রেলপথের এই সম্প্রসারণ সেখানকার আর্থিক প্রগতির ক্ষেত্রকে প্রসারিত করবে। সেইসঙ্গে নগর পরিকাঠামোর উন্নতি ঘটাবে।

 

PG/AB/DM.


(Release ID: 2050787) Visitor Counter : 30