রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ২০২৪ প্রদান রাষ্ট্রপতির
Posted On:
22 AUG 2024 2:20PM by PIB Kolkata
নতুনদিল্লি ২২ অগাস্ট ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রোপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের গঠনতন্ত্র মণ্ডপে আজ (২২ অগাস্ট ২০২৪) এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার-২০২৪ প্রদান করেন।
প্রথম পর্বের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারে বিজ্ঞান রত্ন, বিজ্ঞান শ্রী, বিজ্ঞান যুবা এবং বিজ্ঞান টিম- এই ৪টি বিভাগে বিশিষ্ট বিজ্ঞানীদের হাতে ৩৩টি পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় বিজ্ঞান রত্ন পুরস্কার। এই পুরস্কার পেয়েছেন ভারতে মলিকিউলার বায়োলজি এবং জৈব প্রযুক্তি গবেষণার পথিকৃৎ অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩ জন বিজ্ঞানীকে বিজ্ঞান শ্রী পুরস্কারে ভূষিত করা হয়। বিজ্ঞান যুবা পুরস্কার প্রদান করা হয়েছে ১৮ জন বিজ্ঞানীকে। ৩ জন বা তার বেশি বিজ্ঞানীর দলকে বিজ্ঞান টিম পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এই পুরস্কার পেয়েছেন চন্দ্রযান ৩-এর বিজ্ঞানীদের একটি দল, চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান ৩-এর সফল অবতরণে যাঁদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ২০২৪ সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc2024822379101.pdf
PG/MP/CS
(Release ID: 2048395)
Visitor Counter : 63
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam