রাষ্ট্রপতির সচিবালয়
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার – ২০২৪ প্রদান করলেন রাষ্ট্রপতি
President of India presents Rashtriya Vigyan Puraskar –2024
Posted On:
22 AUG 2024 2:20PM by PIB Agartala
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২২ আগস্ট, ২০২৪) রাষ্ট্রপতি ভবনের গন্ততন্ত্র মণ্ডপে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার-২০২৪ প্রদান করেছেন।
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে, বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব এবং বিজ্ঞান দল - এই চারটি বিভাগে বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে ৩৩টি পুরষ্কার প্রদান করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনও ক্ষেত্রে আজীবন অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের দেওয়া হয়েছে বিজ্ঞান রত্ন পুরস্কার৷ ভারতে আণবিক জীববিজ্ঞান এবং জৈবপ্রযুক্তি গবেষণার পথিকৃৎ অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভনকে এই বিজ্ঞান রত্ন পুরস্কার পুরস্কার প্রদান করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশিষ্ট অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের দেওয়া হয়েছে বিজ্ঞান শ্রী পুরস্কার৷ মোট ১৩ জন বিজ্ঞানীকে নিজ নিজ ক্ষেত্রে তাদের যুগান্তকারী গবেষণার জন্য এই বিজ্ঞান শ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়ার জন্য বিজ্ঞান যুব-এসএসবি পুরষ্কারটি প্রদান করা হয়েছে৷ এই পুরস্কার দেওয়া হয়েছে ১৮ জন বিজ্ঞানীকে।
তাঁদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে বিভিন্ন ব্যতিক্রমী বিষয়ে গবেষণা ও তাঁদের অবদানের জন্য। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে - ভারত মহাসাগরের উষ্ণায়ন এবং এর পরিণতি সম্পর্কিত গবেষণা থেকে শুরু করে দেশীয় ফাইভ-জি বেস স্টেশনের বিকাশ এবং কোয়ান্টাম মেকানিক্স ঘিরে যোগাযোগ এবং নির্ভুল পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ইত্যাদি।বিজ্ঞান টিম অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনও ক্ষেত্রে যুগান্তকারী গবেষণায় অবদান রাখার জন্য। এবার এই পুরস্কারটি দেওয়া হয়েছে চন্দ্রযান -৩ এর টিমকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান -৩ ল্যান্ডারের সফল অবতরণের জন্য।
Please click here to see the Rashtriya Vigyan Puraskar –2024
***
SKC/DM/KMD
(Release ID: 2047799)
Visitor Counter : 105