নীতিআয়োগ

‘সম্পূর্ণতা অভিযান’-এর সূচনা করছে নীতি আয়োগ

৪ জুলাই – ৩০ সেপ্টেম্বর, ২০২৪ এই অভিযানের লক্ষ্য উন্নয়নকামী জেলা কর্মসূচি এবং উন্নয়নকামী ব্লক কর্মসূচির আওতায় ৬টি সূচকের প্রশ্নে সম্পৃক্তি

Posted On: 03 JUL 2024 4:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ জুলাই, ২০২৪

 

নীতি আয়োগ তিনমাস ব্যাপী ‘সম্পূর্ণতা অভিযান’-এর সূচনা করছে। এর লক্ষ্য উন্নয়নকামী জেলা কর্মসূচি এবং উন্নয়নকামী ব্লক কর্মসূচির আওতায় ৬টি সূচকের প্রশ্নে সম্পৃক্তি। এই পর্বে ১১২টি জেলায় এবং ৫০০টি ব্লকে কাজ চলবে। 

ব্লক পর্যায়ে যে ৬টি সূচকের ওপর কাজ হবে সেগুলি হল :
১. প্রসবের আগে পরিচর্যা কর্মসূচিতে নিবন্ধীকৃত প্রসূতির শতাংশ
২. ডায়াবেটিসের পরীক্ষা হয়েছে এমন ব্যক্তির শতাংশ
৩. হাইপারটেনশনের পরীক্ষা হয়েছে এমন ব্যক্তির শতাংশ
৪. আইসিডিএস কর্মসূচির আওতায় পরিপূরক পুষ্টি বিধান হচ্ছে এমন প্রসূতির শতাংশ
৫. প্রদত্ত সয়েল হেল্থ কার্ড-এর শতাংশ
৬. রিভলভিং ফান্ড-এর সুবিধা পেয়েছে এমন স্বনির্ভর গোষ্ঠীর শতাংশ

জেলা পর্যায়ে যে ৬টি সূচকের ওপর কাজ হবে সেগুলি হল :
১. প্রসবের আগে পরিচর্যা কর্মসূচিতে নিবন্ধিকৃত প্রসূতির শতাংশ
২. আইসিডিএস কর্মসূচির আওতায় পরিপূরক পুষ্টি বিধান হচ্ছে এমন প্রসূতির শতাংশ
৩. সম্পূর্ণভাবে প্রতিষেধক প্রাপ্ত ৯ থেকে ১১ মাসের শিশুর শতাংশ
৪. প্রদত্ত সয়েল হেল্থ কার্ড-এর শতাংশ
৫. মাধ্যমিক পর্যায়ের বিদ্যুৎ সংযোগ সমৃদ্ধ বিদ্যালয়ের শতাংশ
৬. শিক্ষা বর্ষ শুরু হওয়ার ১ মাসের মধ্যে শিশুদের পাঠ্য বই দিয়ে থাকে এমন বিদ্যালয়ের শতাংশ

এই কর্মসূচির আওতায় জেলা এবং ব্লক স্তরে একাধিক উদ্যোগ গ্রহণের কথা বলেছে নীতি আয়োগ সেগুলি হল :
১. জেলা এবং ব্লক স্তরে ৩ মাস ব্যাপী নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ
২. প্রতি মাসে কাজের অগ্রগতি পর্যালোচনা
৩. মানুষের আচরণগত পরিবর্তন এবং সচেতনতার প্রসার
৪. ক্ষেত্রীয় স্তরে নজরদারি চালাবেন জেলা আধিকারিকরা

এই কর্মসূচি সার্থক করে তুলতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক এবং দপ্তর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে নীতি আয়োগ। 


PG/AC/SKD



(Release ID: 2030550) Visitor Counter : 8