প্রধানমন্ত্রীরদপ্তর

ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মজীবনের ওপর তিনটি বই আগামীকাল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী

Posted On: 29 JUN 2024 11:03AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুন, ২০২৪

 

ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর ৭৫তম জন্মদিবসের প্রাক্কালে তাঁর জীবন তথা কর্মজীবনের ওপর আগামীকাল অর্থাৎ, ৩০ জুন দুপুর ১২টায় তিনটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদের গাছিবাউলির অনভায়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে ভিডিও কনফারেন্সের এক মঞ্চে।

যে তিনটি বই প্রধানমন্ত্রী এদিন প্রকাশ করবেন তার মধ্যে একটি হল ‘ভেঙ্কাইয়া নাইডু – লাইফ ইন সার্ভিস’ নামে শ্রী এস নাগেশ কুমারের লেখা একটি বই। শ্রী নাগেশ কুমার হলেন হিন্দু সংবাদপত্রের হায়দরাবাদ এডিশনের আবাসিক সম্পাদক।

অন্যদিকে, উপ-রাষ্ট্রপতির প্রাক্তন সচিব ডঃ আই ভি সুব্বারাও সংকলিত আলোকচিত্রের একটি সংকলন গ্রন্থ এদিন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। সংকলন গ্রন্থটির নাম দেওয়া হয়েছে ‘সেলিব্রেটিং ভারত – দ্য মিশন অ্যান্ড মেসেজ অফ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু অ্যাজ থার্টিন্থ ভাইস-প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’। এই সংকলন গ্রন্থটিতে ভেঙ্কাইয়া নাইডুর জীবন ও কর্মজীবনকে আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। 

শ্রী সঞ্জয় কিশোরের লেখা বইটির নাম হল ‘মহানেতা – লাইফ অ্যান্ড জার্নি অফ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু’।  তেলেগু ভাষায় রচিত শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর এই সচিত্র জীবনীটি এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। 

PG/SKD/DM



(Release ID: 2029620) Visitor Counter : 48