তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান ২০২৪ – এর তৃতীয় পর্ব ঘোষণা
Posted On:
11 JUN 2024 5:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুন, ২০২৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রক আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান ২০২৪ – এর তৃতীয় পর্ব ঘোষণা করেছে। মন্ত্রক ২০১৯ সালের জুন মাসে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান প্রদান করে। দেশ-বিদেশে যোগের বার্তা পৌঁছে দিতে যেসব সংবাদ মাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করে, তাদের উদ্যোগকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
ইংরেজি এবং ২২টি ভারতীয় ভাষায় প্রকাশিত মুদ্রণ, টেলিভিশন এবং বেতার কেন্দ্রগুলিকে আলাদা আলাদা ভাবে ১১টি করে, অর্থাৎ মোট ৩৩টি আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান প্রদান করা হবে।
বিশ্ব জুড়ে সুস্বাস্থ্য ও মানবকল্যাণ নিশ্চিত করতে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণে যোগাভ্যাসকে কাজে লাগিয়ে এক সর্বাঙ্গীন উদ্যোগ গৃহীত হচ্ছে। দেশ-বিদেশে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাচীনকালের যোগাচর্চার উপকারিতার তথ্য সংবাদ মাধ্যমই যথাযথভাবে সকলের কাছে পৌঁছে দিতে পারে।
আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মানের সুপারিশের জন্য নীতি-নির্দেশিকা
একটি স্বাধীন বিচারক মণ্ডলী মুদ্রণ, বেতার এবং টেলিভিশন কেন্দ্রগুলির কাজের ধারা বিবেচনা করে এই সম্মান প্রদানে সুপারিশ করে থাকে। পুরস্কার হিসেবে একটি পদক বা ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিবন্ধীকৃত সংবাদ মাধ্যমগুলিকেই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। সংবাদ মাধ্যমগুলিতে ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সময়কালে প্রকাশিত/প্রচারিত নিবন্ধ/অনুষ্ঠান বিবেচনা করে পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে https://pib.gov.in/indexd.aspx অথবা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে https://mib.gov.in/sites/default/files/AYDMS%20Guidelines%202024_0.pdf ক্লিক করে পাওয়া যাবে।
আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান ২০২৩
২০২০ সালের ৭ জানুয়ারি তারিখে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান প্রদান করা হয়। দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান এখনও প্রদান করা হয়নি, যা এ বছর তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মানের সঙ্গে দেওয়া হবে।
PG/CB/SB
(Release ID: 2024771)
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada