পরিবেশওঅরণ্যমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী ভূপেন্দর যাদব
                    
                    
                        প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন শ্রী কীর্তিবর্ধন সিং
                    
                
                
                    Posted On:
                11 JUN 2024 4:42PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি ১১ জুন ২০২৪
শ্রী ভূপেন্দর যাদব আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন দিল্লির পর্যাবরণ ভবনে তাঁকে স্বাগত জানান দফতরের সচিব শ্রীমতি লীনা নন্দন ও পদস্থ আধিকারিকরা। শ্রী কীর্তিবর্ধন সিং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন। 
শ্রী ভূপেন্দর যাদব তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রকের কর্তব্য ও দায়িত্ব পালনে তিনি সদা সচেষ্ট থাকবেন। তিনি বলেন, গত ১০ বছরে পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মন্ত্রক বহু পদক্ষেপ গ্রহণ করেছে, সেইসব প্রয়াস অব্যাহত থাকবে। মিশন লাইফ-এর ওপর বিশেষ জোর দেওয়া হবে। বিশ্বজুড়ে পরিবেশজনিত যে সংকট দেখা দিয়েছে, তার মোকাবিলায় প্রধানমন্ত্রী ২০২১ সালে গ্লাসগোর জলবায়ু সম্মেলনে এই মিশন লাইফের ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে জলবায়ু-সহযোগী আচরণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব এক বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। বিচার বিবেচনাহীন ভোগের বদলে জোর দেওয়া হয়েছে যু্ক্তি ও বিবেচনাপূর্ণ ভোগের ওপর।
শ্রী যাদব বলেন, পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন হাতে হাত ধরে চলতে পারে বলে সরকার মনে করে। বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেঢ় মা কে নাম’ শীর্ষক যে বৃক্ষরোপণ কর্মসূচীর সূচনা করেছেন, সব নাগরিককে তাতে যোগ দেওয়ার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। এতে তাপমাত্রা বৃদ্ধি ও মরুভূমির সম্প্রসারণ রোধ এবং জীববৈচিত্র্যের সামনে থাকা চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
দায়িত্বগ্রহণের পর মন্ত্রী দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাঁকে মন্ত্রকের বিভিন্ন নীতি ও প্রধান প্রয়াসগুলি সম্পর্কে অবহিত করা হয়।
PG/SD/CS
                
                
                
                
                
                (Release ID: 2024755)
                Visitor Counter : 154
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Hindi_MP 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam