অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজ্যগুলোকে কর বাবদ অতিরিক্ত কিস্তির ১,৩৯,৭৫০ কোটি টাকা দিল কেন্দ্র

পশ্চিমবঙ্গ পেল ১০,৫১৩ কোটি ৪৬ লক্ষ টাকা

Posted On: 10 JUN 2024 9:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুন, ২০২৪

 

করবাবদ রাজ্যগুলিকে তাদের বরাদ্দ কিস্তির টাকা মেটানোর পাশাপাশি

এবছরের জুন মাসের জন্য অতিরিক্ত আরও এক কিস্তি বরাদ্দ মেটানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই বাবদ চলতি মাসের জন্য রাজ্যগুলিকে মোট ১,৩৯,৭৫০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ১০ হাজার ৫১৩ কোটি ৪৬ লক্ষ টাকা। সবথেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের টাকার অঙ্ক ২৫ হাজার ৬৯ কোটি ৮৮ লক্ষ টাকা। এরপরে রয়েছে বিহার। তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ ১৪ হাজার ৫৬ কোটি ১২ লক্ষ টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে ১০ হাজার ৯৭০ কোটি ৪৪ লক্ষ টাকা। কর বাবদ এই অর্থ বরাদ্দ রাজ্যগুলির মূলধনী খাতে খরচ এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে।  

২০২৪-২৫-এর অন্তর্বর্তী বাজেটে রাজ্যগুলিকে কর বাবদ ১২,১৯,৭৮৩ কোটি টাকা বরাদ্দের সংস্থান ছিল।

এই বরাদ্দের ফলে রাজ্যগুলিকে ২০২৪-২৫ অর্থবছরে কর বাবদ দেয় অর্থের পরিমাণ দাঁড়াল ২,৭৯,৫০০ কোটি টাকা।

রাজ্যভিত্তিক বরাদ্দ নিম্নরূপ

ক্রমিক সংখ্যা

রাজ্য

১০জুন ২০২৪ পর্যন্ত কর বাবদ বরাদ্দ 

অন্ধ্রপ্রদেশ

৫৬৫৫.৭২

অরুণাচল প্রদেশ

২৪৫৫.৪৪

আসাম

৪৩৭১.৩৮

বিহার

ছত্তিশগড়

১৪০৫৬.১২

৪৭৬১.৩০

গোয়া

৫৩৯.৪২

গুজরাট

৪৮৬০.৫৬

হরিয়াণা

১৫২৭.৪৮

হিমাচল প্রদেশ

১১৫৯.৯২

১০

ঝাড়খন্ড

৪৬২১.৫৮

১১

কর্ণাটক

৫০৯৬.৭২

১২

কেরালা

২৬৯০.২০

১৩

মধ্যপ্রদেশ

১০৯৭০.৪৪

১৪

মহারাষ্ট্র

৮৮২৮.০৮

১৫

মণিপুর

১০০০.৬০

১৬

মেঘালয়

১০৭১.৯০

১৭

মিজোরাম

৬৯৮.৭৮

১৮

নাগাল্যান্ড

৭৯৫.২০

১৯

ওড়িশা

৬৩২৭.৯২

২০

পাঞ্জাব

২৫২৫.৩২

২১

রাজস্থান

৮৪২১.৩৮

২২

সিকিম

৫৪২.২২

২৩

তামিলনাড়ু

৫৭০০.৪৪

২৪

তেলেঙ্গানা

২৯৩৭.৫৮

২৫

ত্রিপুরা

৯৮৯.৪৪

২৬

উত্তরপ্রদেশ

২৫০৬৯.৮৮

২৭

উত্তরাখন্ড

১৫৬২.৪৪

২৮

পশ্চিমবঙ্গ

১০৫১৩.৪৬

 

মোট

১,৩৯,৭৫০.৯২

PG/AB /SG


(Release ID: 2024474) Visitor Counter : 126