তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

টি-২০ বিশ্বকাপের খেলাগুলি দূরদর্শনে সম্প্রচারের ব্যবস্থা

Posted On: 03 JUN 2024 6:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ জুন, ২০২৪

 

২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-২০ বিশ্বকাপের খেলাগুলি সম্প্রচারের কথা ঘোষণা করেছে প্রসার ভারতী কর্তৃপক্ষ। ডিডি ফ্রি ডিশ প্ল্যাটফর্মে তা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 

আজ একথা ঘোষণা করেছেন প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী। টেলি সম্প্রচার সম্পর্কিত এই ঘোষণাকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু, প্রসার ভারতীয় চেয়ারম্যান শ্রী নবনীত কুমার সেহগাল, প্রসার ভারতীয় সিইও শ্রী গৌরব দ্বিবেদী এবং প্রসার ভারতীর ডিজি শ্রী কাঞ্চন প্রসাদ 'জ্যাজবা' নামে এক বিশেষ টাইটেল মিউজিকের সূচনা করেন। টি-২০ বিশ্বকাপের এই সঙ্গীতটি গেয়েছেন শ্রী সুখবিন্দর সিং। টি-২০ বিশ্বকাপ সম্পর্কে বিশেষ বর্ণনার একটি প্রোমোও চালু করা হয় তথ্য ও সম্প্রচার সচিবের মাধ্যমে। এই বর্ণনায় কন্ঠ দিয়েছেন শ্রী নীলেশ মিশ্র।

PG/SKD/AS


(Release ID: 2023673) Visitor Counter : 62