নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

আগামীকাল পঞ্চম দফার ভোটের সব ধরনের প্রস্তুতি চলছে

৪৯টি লোকসভা কেন্দ্র, ৮.৯৫ কোটি ভোটার, ৯৪ হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্র, ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

ওড়িশার ৩৫টি বিধানসভার আসনেও ভোটগ্রহণ

Posted On: 19 MAY 2024 1:31PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৯  মে, ২০২৪

 

ভারতের নির্বাচন কমিশন আগামীকালের পঞ্চম দফার লোকসভা ভোট উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চালাচ্ছে। দেশের ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভার আসনে ভোট নেওয়া হবে। এছাড়া, ওড়িশার ৩৫টি বিধানসভা আসনেও একসঙ্গে ভোট নেওয়া হবে। ভোটারদের জন্য সবকটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত ছাউনি, পানীয় জল, শৌচাগার সহ সব ধরনের সুবিধা রাখা হয়েছে। গরমের মোকাবিলায় সংশ্লিষ্ট সিইও/ডিইও-দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 নির্বাচনের সঙ্গে যুক্ত ভোটকর্মীরা সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছতে শুরু করেছেন।

এ পর্যন্ত ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ৬৬.৯৫ শতাংশ। প্রায় ৮৫ কোটি ১০ লক্ষ দেশবাসী প্রথম চার দফার ভোটে অংশ নিয়েছেন।

 পঞ্চম দফায় যে ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে, তার মধ্যে রয়েছে – বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই পর্বে মুম্বই, থানে, লক্ষ্মৌর মতো শহরেও ভোট নেওয়া হবে। 

প্রথম চার দফার নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার আশানুরূপ না হওয়ায় ভোটারদের উৎসাহিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আবেদন জানাচ্ছে নির্বাচন কমিশন। তাই কিংবদন্তী ক্রিকেটার এবং নির্বাচন কমিশনের জাতীয় আইকন সচিন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বের কাছ থেকে ভোটদানের আবেদন পেলে আশ্চর্য হবেন না। 

আগামী ১ জুনের মধ্যে বাকি তিন দফার ভোট অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ভোট গণনা। ইতিমধ্যে ২৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৭৯টি লোকসভা কেন্দ্রে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 

পঞ্চম দফার ভোট সম্পর্কে কিছু তথ্য :

১. ২০ মে ২০২৪, তারিখে পঞ্চম দফায় ৪৯টি সংসদীয় আসনে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট নেওয়া হবে। 

২. ওড়িশার ৩৫টি বিধানসভা আসনেও একসঙ্গে ভোট গ্রহণ হবে।

৩. ৯.৪৭ লক্ষ ভোটকর্মী দেশের ৯৪,৭৩২টি ভোট গ্রহণ কেন্দ্রে নিযুক্ত হয়েছেন। ভোটারের সংখ্যা ৮.৯৫ কোটির বেশি। এর মধ্যে ৪.৬৯ কোটি পুরুষ, ৪.২৬ কোটি মহিলা এবং ৫৪০৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। 

৪. ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ৭.৮১ লক্ষের বেশি, ১০০ বছরের ঊর্ধ্বে ২৪, ৭৯২ জন এবং ৭.০৩ লক্ষ প্রতিবন্ধী ভোটার রয়েছেন। 

৫. পর্যবেক্ষক রয়েছেন ১৫৩ জন। এছাড়া কিছু কিছু রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। 

৬. ২১৬টি আন্তর্জাতিক সীমান্ত এবং ৫৬৫টি আন্তঃরাজ্য সীমানার চেক পোস্টগুলিতে নজরদারি কঠোর করা হয়েছে। 

৭. ভোটাররা তাঁদের নির্বাচনী কেন্দ্র সহ অন্যান্য তথ্য এই লিঙ্কে পেতে পারেন http:// https://electoralsearch.eci.gov.in/

৮.     ভোটার পরিচয়পত্র ছাড়াও ১২ রকমের বিকল্প পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে। বিকল্প পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন,
https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzBiU51zPFZI5qMtjV1qgjFsi8N4zYcCRaQ2199MM81QYarA39BJWGAJqpL2w0Jta9CSv%2B1yJkuMeCkTzY9fhBvw%3D%3D

৯. ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিস্তারিত তথ্য নিচের লিঙ্কে পাওয়া যাবে,
https://old.eci.gov.in/files/file/13579-13-pc-wise-voters-turn-out/

১০. সন্ধ্যে ৭টা পর্যন্ত ২ ঘণ্টা অন্তর ভোটের হার জানা যাবে। 

 

PG/MP/NS


(Release ID: 2021116) Visitor Counter : 98