নির্বাচনকমিশন

২০২৪-এর সাধারণ নির্বাচনে আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার দু-মাসের মধ্যে কমিশনের দ্বিতীয় স্বতঃপ্রণোদিত রিপোর্ট

Posted On: 14 MAY 2024 4:53PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪ মে, ২০২৪

 

নির্বাচন কমিশন নির্বাচনে আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার দু-মাস পূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলির যাবতীয় অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত তাদের তরফে দায়বদ্ধতা বজায় রাখার অঙ্গ হিসেবে কতগুলি অভিযোগ নিষ্পত্তি হল তা নিয়মিত প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথম মাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় মাসে তারা তাদের এই অবস্থান বজায় রেখেছে। কোনোরকম ভুল বোঝাবুঝি যাতে না থাকে এবং তা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার যাতে না হয়, তাই অভিযোগ নিষ্পত্তির সংখ্যা কমিশনের তরফ থেকে জানানো হয়। 

জনসমক্ষে কমিশন এই রিপোর্ট প্রকাশ করছে রাজনৈতিক দল এবং ভোটারদের সামনে সময় বেঁধে যাতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত তথ্যাদি তুলে ধরা সম্ভব হয়। সমস্ত রাজনৈতিক দলের সামনে কমিশন ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত যে নিরপেক্ষতা বজায় রাখে এবং যা নিয়ে দেশ গর্বিত, সেক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার এটা এক অঙ্গ স্বরূপ।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং অপর দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সান্ধু দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি বকেয়া আছে কি না অগ্রাধিকারের ভিত্তিতে তার তদারকি করছেন। নির্বাচনী প্রচারাভিযানের স্বচ্ছতা বজায় রাখতে গত দু-মাস ধরে কমিশনের তরফে এই জাতীয় ব্যবস্থা গ্রহণের সুদুরপ্রসারী প্রভাব রয়েছে। 

প্রথমত কমিশন প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলির বিশেষত প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির প্রথম সারির নেতারা যারা তারকা প্রচারক হিসেবে পরিচিত, তাঁরা নির্বাচনী প্রচারে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করতে পারেন তাঁদের বিবৃতি বা বক্তব্যের মধ্যে কোনো জায়গায় কোনো অসঙ্গতি থাকলে তাঁরা যাতে তা শুধরে নিতে পারেন যাতে দেশের সমস্ত ক্ষেত্রেই সেই নির্বাচনী প্রচারের কোনো ক্ষত না তৈরি করে এবং জন-অসন্তোষের সৃষ্টি না হয়। 

গত দু-মাস ধরে আদর্শ আচরণ বিধি বলবৎ হওয়ার পর যে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হল, লোকসভা নির্বাচনের চারটি পর্ব ইতিমধ্যে অতিক্রান্ত। আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে ১৬ই মার্চ ২০২৪। এ পর্যন্ত গত দু-মাসে বিভিন্ন রাজনৈতিক দলগুলির এবং সংসদীয় এলাকায় প্রার্থীর প্রচার হিংসা মুক্ত হতে দেখা গেছে। কোনো প্ররোচনা যোগানোর অভিযোগও সেই অর্থে পাওয়া যায়নি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ এবং প্ররোচনা বিহীন ভোট প্রক্রিয়ায় সন্তুষ্ট। ভোটারদের ভোটদান প্রক্রিয়ায় উৎসাহী এবং সদর্থক  অংশগ্রহণ প্রত্যক্ষ করেছে। চতুর্থ পর্ব পর্যন্ত দেশ জুড়ে ভোটদান প্রক্রিয়ায় উৎসবের মেজাজ প্রত্যক্ষ করা গেছে। মণিপুর, ত্রিপুরা, মাওবাদী অধ্যুষিত এলাকা, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর এমন কি দূর্গম এলাকাগুলিতে গণতন্ত্রের আদর্শ চিত্র প্রতিফলিত হয়েছে। কমিশন এই ভোটদান প্রক্রিয়ার চিত্র প্রত্যক্ষ করতে জনসাধারণকে আহ্বান জানাচ্ছে। কমিশনের ফটো গ্যালারিতে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করলে জনসাধারণ তা প্রত্যক্ষ করতে পারবেন https://www.eci.gov.in/ge-2024-photogallery। কমিশন নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন ঘোষণার দিন থেকে এ পর্যন্ত ৬৩টি প্রেস নোট ইস্যু করেছে। এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের ২৫টি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ সংক্রান্ত তাদের অভিযোগ দায়ের করেছেন। রাজ্য স্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক পর্যায়েও অনেক প্রতিনিধি দল তাঁদের অভিযোগ জানিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলির অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪২৫টি প্রধান অভিযোগ নির্বাচন কমিশনে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক পর্যায়ে জমা পড়েছে। তার মধ্যে ৪০০টি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেসের তরফ থেকে ১৭০টি, বিজেপি-র তরফ থেকে ৯৫টি এবং অন্যদের পক্ষ থেকে ১৬০টি অভিযোগ জমা পড়ে। এই সমস্ত ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেস এবং বিজেপি-র তরফ থেকে প্রথম সারির কয়েকজন প্রচারকারীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ মূলক এবং সংবিধানের পবিত্রতা নষ্ট করা সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। 

সি-ভিজিল অ্যাপ এবং কমিশন পোর্টালে আচরণবিধি বিঘ্ন সংক্রান্ত ৪,২২,৪৩২ অভিযোগ ১৪-ই মে পর্যন্ত জমা পড়েছে। সেক্ষেত্রে ৪,২২,০৭৯ অর্থাৎ ৯৯.৯ শতাংশ অভিযোগের ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮৮.৭ শতাংশ অভিযোগ ১০০ মিনিটেরও কম সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। 

PG/AB/NS



(Release ID: 2020631) Visitor Counter : 104