প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নমো ড্রোন দিদিরা উদ্ভাবন, উপযুক্ততা ও স্ব-নির্ভরতা ক্ষেত্রে চ্যাম্পিয়ান : প্রধানমন্ত্রী

Posted On: 08 MAR 2024 2:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ড্রোন দিদিদের উদ্ভাবন, উপযুক্ততা ও স্ব-নির্ভরতার জন্য প্রশংসা করেছেন। এ বিষয়ে তিনি একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“নমো ড্রোন দিদিরা উদ্ভাবন, উপযুক্ততা ও স্ব-নির্ভরতা ক্ষেত্রে চ্যাম্পিয়ান। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নে ড্রোনের শক্তিকে কাজে লাগিয়েছে।”

    


PG/SS/NS….


(Release ID: 2012917) Visitor Counter : 101