মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত মণ্ডপম – এ ২০২৪ সালের ২৯ জানুয়ারি হতে চলা সপ্তম পরীক্ষা পে চর্চার প্রস্তুতি খতিয়ে দেখলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান

Posted On: 27 JAN 2024 2:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২৪ 


কেন্দ্রীয় শিক্ষা এবং দক্ষতা বিকাশ ও উদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ২০২৪ – এর পরীক্ষা পে চর্চার প্রস্তুতি গতকাল খতিয়ে দেখেন।
তিনি বলেন, পরীক্ষা পে চর্চা একটি বার্ষিক পার্বন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই আয়োজন নিয়ে খুবই উৎসাহী। 
পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উদ্যোগ। এর লক্ষ্য, পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমানোর উপায় বাতলে দিয়ে পড়াশোনাকে আনন্দের বিষয় করে তোলা। কোভিড-১৯ অতিমারীর জন্য চতুর্থ পর্বটি সম্পূর্ণভাবে অনলাইনে করতে হয়েছিল। পঞ্চম ও ষষ্ঠ পর্ব হয়েছে চিরাচরিত প্রণালীতেই। গত বছর এতে যোগ দেন ৩১.২৪ লক্ষ শিক্ষার্থী, ৫.৬০ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং ১.৯৫ লক্ষ অভিভাবক।
সপ্তম পরীক্ষা পে চর্চার জন্য MyGov পোর্টালে ২.২৬ কোটি নিবন্ধীকরণ হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলাপচারিতায় যোগ দেবেন ৩ হাজার অংশগ্রহণকারী। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে দু’জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষক এই সমারোহে আমন্ত্রিত। অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন কলা উৎসবে বিজয়ীরাও। একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির ১০০ জন শিক্ষার্থী এই প্রথমবার এই অনুষ্ঠানে যোগ দেবেন। 
MyGov পোর্টালে ২০২৩ – এর ১১ ডিসেম্বর থেকে ২০২৪ – এর ১২ জানুয়ারি পর্যন্ত জমা পড়া আবেদন থেকে বাছাই করে নেওয়া হয়েছে এবারের অংশগ্রহণকারীদের। এদের প্রত্যেকে পাবে একটি পরীক্ষা পে চর্চা সরঞ্জাম, প্রধানমন্ত্রীর লেখা “এক্সাম ওয়ারিয়ার্স” বই এবং একটি শংসাপত্র। মূল অনুষ্ঠানের আগেই ১২ – ২৩ জানুয়ারি এই উপলক্ষে দেশ জুড়ে স্কুল পর্যায়ে নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। 

 

PG/AC/SB…


(Release ID: 2001025) Visitor Counter : 115