প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী কর্পূরী ঠাকুর ভারত রত্ন পাওয়ায় সন্তোষপ্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 23 JAN 2024 9:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সামাজিক ন্যায়ের পথিকৃত শ্রী কর্পূরী ঠাকুর ভারত রত্ন পাওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন। 

শ্রী মোদী বলেছেন, কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত দেশবাসীকে গর্বিত করবে। অনগ্রসর শ্রেণী ও বঞ্চিতদের উন্নয়নে তাঁর নিরলস অঙ্গীকার ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে। 

এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন;

“ভারত সরকার সামাজিক ন্যায়ের আলোকবর্তিকা মহান জননায়ক কর্পূরী ঠাকুরজিকে ভারতরত্ন প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় আমি আনন্দিত এবং তা এমন একটি সময়ে প্রদান করা হল, যখন আমরা তাঁর জন্মশতবর্ষ পালন করছি। প্রান্তিকদের উন্নয়নের কাণ্ডারী এবং সাম্য ও ক্ষমতায়নে তাঁর স্থির সংকল্পের স্বীকৃতি হল, এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

অনগ্রসর শ্রেণির উন্নয়নে তাঁর নিরলস অঙ্গীকার ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে। এই পুরস্কার শুধুমাত্র তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি নয়, সেইসঙ্গে সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় তাঁর লক্ষ্য পূরণে আমাদের প্রেরণা জুগিয়ে যাবে।”

    


PG/MP/NS…


(Release ID: 1999147) Visitor Counter : 103