প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কবি মুনাওয়ার রানার প্রয়াণে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন

Posted On: 15 JAN 2024 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কবি মুনাওয়ার রানার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। 

তিনি বলেছেন, উত্তরপ্রদেশের এই কবি উর্দু সাহিত্য ও কবিতায় মূল্যবান অবদান রেখেছেন। 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন :

“শ্রী মুনাওয়ার রানাজির প্রয়াণে বেদনাহত। তিনি উর্দু সাহিত্য ও কবিতাকে সমৃদ্ধ করেছেন। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের সমবেদনা। তাঁর আত্মা শান্তিলাভ করুক।”

    


PG/AP/NS…


(Release ID: 1996315) Visitor Counter : 98