প্রধানমন্ত্রীরদপ্তর
‘কৃষিজীবীরা এখন সহায়তার পাওয়ার বিষয়ে নিশ্চিন্ত’, পাঞ্জাবের কৃষক বললেন প্রধানমন্ত্রীকে
प्रविष्टि तिथि:
08 JAN 2024 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জানুয়ারি , ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় সুবিধাপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
পাঞ্জাবের গুরদাসপুরের গুরবিন্দর সিং বাজোয়া প্রধানমন্ত্রীকে বলেন যে, বিকশিত ভারত উদ্যোগের কল্যাণে কৃষকরা ছোট ছোট গোষ্ঠী তৈরি করে কৃষি ক্ষেত্রের যাবতীয় সম্ভাবনাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছেন। তাঁর গোষ্ঠী কীটনাশক ব্যবহার না করে চাষবাসে জোর দিয়েছে এবং সেজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনায় ভর্তুকির সুবিধাও পাওয়া গেছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নিয়ে যে সমস্যা তৈরি হত তাও দূর হয়েছে এবং মাটির উর্বরতা রক্ষা সম্ভব হচ্ছে সরকারের সহায়তার কল্যাণে। কৃষক উৎপাদক সংস্থাগুলি (এফপিও) তাঁর এলাকায় সক্রিয় বলেও প্রধানমন্ত্রীকে জানান তিনি। প্রয়োজনে যন্ত্রপাতি ভাড়া নেওয়ার সুবিধাও মিলছে সরকারের এ সংক্রান্ত উদ্যোগের ফলে। কৃষকরা এখন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে নিশ্চিন্ত, বলেন বাজোয়া।
‘মোদী থাকলে সবই সম্ভব’ – কৃষকদের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন যে, কৃষকরা তাঁর পরামর্শকে গুরুত্ব দেওয়াতেই যাবতীয় সাফল্য সম্ভব হয়ে উঠেছে। পরিবেশবান্ধব কৃষির নীতি অণুসরণ করার ওপর তিনি আবারও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের গুরুদের পথ নির্দেশ অনুযায়ী কৃষিকাজ সম্পন্ন করে মাতা ধরিত্রীকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে গুরু নানক দেবজি-র শিক্ষা আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রাপকের কাছে সরকারি পরিষেবার সুফল না পৌঁছনো পর্যন্ত অব্যাহত থাকবে ‘ মোদীর গ্যারান্টির গাড়ি’-র যাত্রা।
PG/ AC /SG
(रिलीज़ आईडी: 1995466)
आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Kannada
,
Tamil
,
English
,
Assamese
,
Manipuri
,
Telugu
,
हिन्दी
,
Marathi
,
Urdu
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Malayalam