কেন্দ্রীয়মন্ত্রিসভা

যৌথ ক্ষুদ্র উপগ্রহের ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে ভারতীয় গবেষণা সংস্থা (ইসরো) এবং মরিশাস গবেষণা ও উদ্ভাবন পরিষদ (এমআরআইসি)-এর মধ্যে সমঝোতা চুক্তিতে অনুমোদন মন্ত্রিসভার

Posted On: 05 JAN 2024 1:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যৌথভাবে ক্ষুদ্র উপগ্রহ নির্মাণে সহযোগিতার ব্যাপারে ভারতীয় গবেষণা সংস্থা (ইসরো) এবং মরিশাস গবেষণা ও উদ্ভাবন পরিষদ (এমআরআইসি)-এর মধ্যে সমঝোতা চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।


মউ স্বাক্ষরের ফলে যৌথ উপগ্রহের উন্নয়নে ইসরো এবং এমআরআইসি-র মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। এই যৌথ উপগ্রহে ভারতীয় শিল্পমহলের অংশগ্রহণের ফলে শিল্প ক্ষেত্রে দুই দেশ উপকৃত হবে।

এই সহযোগিতা চুক্তির ফলে মরিশাসে ভারতীয় উপগ্রহ কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে মরিশাস সরকারের সহায়তা পাবে ভারত। এই মহাকাশ কেন্দ্র উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

চুক্তি অনুযায়ী, ১৫ মাসের মধ্যে উপগ্রহ তৈরির কাজ সম্পন্ন করার সময়সীমা রাখা হয়েছে। যৌথ উপগ্রহ তৈরিতে খরচ ধরা হয়েছে ২০ কোটি টাকা, যা ভারত সরকার বহন করবে।

PG/MP/SKD



(Release ID: 1993689) Visitor Counter : 55