প্রধানমন্ত্রীরদপ্তর
‘গোতিলো তামে গোতিলো গোতিলো’ গানের সুর মূর্চ্ছানায় মুগ্ধ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
গায়ক শ্রী আদিত্য গাদভির সঙ্গে এক স্মরণীয় আলাপচারিতার মুহূর্তও সমাজমাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
03 NOV 2023 9:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ নভেম্বর, ২০২৩
আদিত্য গাদভির ‘গোতিলো তামে গোতিলো গোতিলো’ গানের সুর মূর্চ্ছনায় মুগ্ধ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী গাদভি-র গানের প্রশংসার পাশাপাশি তাঁর সঙ্গে আলাপচারিতার এক বিশেষ মুহূর্তটিকেও স্মরণ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে আদিত্য গাদভির একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে এই বিশিষ্ট গায়ক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতার এক বিশেষ মুহূর্তকে তুলে ধরেছেন। শ্রী মোদী ঐ সময় ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে। শ্রী গাদভি বিশেষ প্রশংসা করেছেন শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের।
এর প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন :
“খালাসি সঙ্গীত এখন সর্বাপেক্ষা বেশি সমাদৃত। তাঁর গানের মধ্য দিয়েই লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে নিয়েছেন আদিত্য গাদভি।
তাঁর এই ভিডিওতে আমাদের এক বিশেষ আলাপচারিতার মুহূর্তটি আরও একবার স্মরণীয় হয়ে উঠল।”
PG/SKD/DM/…
(रिलीज़ आईडी: 1974778)
आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam