কেন্দ্রীয়মন্ত্রিসভা
আন্তঃরাজ্য নদী জল বিবাদ (আইএসআরডাব্লুডি) আইন, ১৯৫৬-র আওতায় তেলেঙ্গানা রাজ্যের অনুরোধে কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল-II –এর শর্তাবলী অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা
प्रविष्टि तिथि:
04 OCT 2023 4:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আন্তঃরাজ্য নদী জল বিবাদ (আইএসআরডাব্লুডি) আইন, ১৯৫৬-র ৫(১) ধারার আওতায় কৃষ্ণা নদীর জলবন্টন নিয়ে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিবাদের নিষ্পত্তিতে গঠিত কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল-II –এর অতিরিক্ত শর্তাবলী অনুমোদন করেছে। তেলেঙ্গানা সরকার আন্তঃরাজ্য নদী জল বিবাদ (আইএসআরডাব্লুডি) আইন, ১৯৫৬-র(৩) ধারায় আওতায় যে অভিযোগ জানিয়েছিল তার প্রেক্ষিতে এবং আইনী পরামর্শের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কৃষ্ণা নদীর জলের ব্যবহার, বন্টন ও নিয়ন্ত্রণ নিয়ে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে বিবাদের নিষ্পত্তি হলে তা দু রাজ্যের মানুষের পক্ষেই উপকারী হবে এবং এর সুবাদে আমাদের দেশও আরও শক্তিশালী হয়ে উঠবে।
সংশ্লিষ্ট রাজ্যগুলির অনুরোধে কেন্দ্রীয় সরকার আন্তঃরাজ্য নদী জল বিবাদ (আইএসআরডাব্লুডি) আইন, ১৯৫৬-র ৩ নম্বর ধারার আওতায় ২০০৪ সালের ২ এপ্রিল, কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল-II গঠন করেছিল। পরবর্তীকালে ২০১৪ সালের ২ জুন, তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন (এপিআরএ) ২০১৪-র ৮৯ নম্বর ধারার আওতায় ক্লজ এ ও বি-কে অন্তর্ভুক্ত করতে কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল-II-এর মেয়াদ বাড়ানো হয়।
পরবর্তীকালে তেলেঙ্গানা সরকার কৃষ্ণা নদীর জলের ব্যবহার, বন্টন ও নিয়ন্ত্রণ নিয়ে ২০১৪ সালের ১৪ জুলাই, ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরে একটি অভিযোগ পাঠায়। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ২০১৫ সালে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশনও দাখিল করা হয়। ২০১৮ সালে তেলেঙ্গানা সরকার জলশক্তি মন্ত্রককে অনুরোধ জানায়, তাদের অভিযোগটি কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল-II –তে পাঠিয়ে দিতে। এটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যকার বিবাদ বলে তারা উল্লেখ করে। ২০২০ সালে জলশক্তি মন্ত্রীর পৌরোহিত্যে দ্বিতীয় শীর্ষ পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ২০২১ সালে তেলেঙ্গানা সরকার রিট পিটিশনটি প্রত্যাহার করে নেয়। জলশক্তি মন্ত্রক এই বিষয়ে আইন মন্ত্রকের কাছ থেকে আইনী মতামত চায়।
PG/SD/SKD
(रिलीज़ आईडी: 1964362)
आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada