প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস্ – এ ১০ মিটার এয়ার রাইফেল – এ মহিলা দলের রৌপ্য পদক জয়ের পর শ্যুটার মেহুলি ঘোষ, রমিতা এবং ঐশি চৌকসী-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 24 SEP 2023 9:59PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২২ – এর এশিয়ান গেমস্ ক্রীড়া প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল – এ মহিলা দলের রৌপ্য পদক জয়ের পর শ্যুটার মেহুলি ঘোষ, রমিতা ও ঐশি চৌকসী প্রশংসা করেছেন। 
প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়ে বলেছেন, “আপনাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল এই রৌপ্য পদক প্রাপ্তি। এই ধারা বজায় রাখতে হবে, যাতে #AsianGames2022 – এ আমাদের সাফল্য অব্যাহত থাকে”।

PG/CB/SB


(Release ID: 1960379) Visitor Counter : 107