প্রধানমন্ত্রীরদপ্তর
স্মৃতি বন-এর উদ্বোধনের দিনটি স্মরণ করলেন প্রধানমন্ত্রী
কচ্ছের স্মৃতি বন পরিদর্শনের জন্য মানুষের কাছে আর্জি
Posted On:
29 AUG 2023 8:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৩
২০০১-এ গুজরাটে ভূমিকম্পে মৃতদের প্রতি অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের নিদর্শন হিসেবে নির্মিত স্মৃতি বন-এর উদ্বোধনের দিনটি স্মরণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
গত বছর তাঁর উদ্বোধন করা স্মৃতি বন-এর কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
কচ্ছের স্মৃতি বন পরিদর্শনের জন্য তিনি সবার কাছে আর্জিও জানিয়েছেন।
এক্স পোস্টে তাঁর প্রতিক্রিয়ায় মোদী লিখেছেন;
“২০০১-এ গুজরাটে ভূমিকম্পে মৃতদের স্মরণে হৃদয়গ্রাহী শ্রদ্ধার্ঘ্য নিবেদনের নিদর্শন হিসেবে এক বছর আগে আমরা স্মৃতি বন-এর উদ্বোধন করেছিলাম। এই সৌধ সহশীলতা এবং স্মৃতি চিহ্নের প্রতীক হয়ে রয়েছে। গত বছরের কিছু মুহূর্ত আমি ভাগ করে নিচ্ছি এবং আপনাদের সবার কাছে কচ্ছের স্মৃতি বন পরিদর্শনের আর্জি জানাছি...”
AC/MP/NS
(Release ID: 1953443)
Visitor Counter : 115
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam